‘মেদিনীপুরের একটা ছোট গ্রামের মেয়ে…প্রথম ভিলেন চরিত্রে অভিনয়, কখনো ভাবেনি যে…’, চোখে জল মেহেন্দি ওরফে অভিনেত্রী ঋতু রাই আচার্যের

অভিনেত্রী ঋতু রাই আচার্য

জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী ঋতু রাই আচার্য। মেহেন্দি চরিত্রে অভিনয় যেন রাতারাতি তার জীবন পাল্টে দিয়েছে। সম্প্রতি টলিউড ফোকাস কলকাতা’র ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে মেহেন্দি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে।

এই সাক্ষাৎকারে ঋতু রাই বলেন, “মেহেন্দি চরিত্রে প্রথম নেগেটিভ চরিত্রে আমার ডেবিউ। এই চরিত্র করার সময় অনেক বেশি সাহস জুগিয়েছিলেন স্নেহাশিস চক্রবর্তী। দাদা বলেছিলেন তুই পারবি। বৈদেহী অর্থাৎ মৌমিতা দির থেকে অনেক কিছু শিখেছি, ওনার থেকে চোখের এক্সপ্রেশন শিখেছি। আমার এই শিক্ষা গুলো অনেক বড়ো। আমি কখনো ভাবেনি যে আমি এতগুলো বছর পেরিয়ে আসবো, মানুষের এত কাছে চলে আসব।”

অভিনেত্রী আরও জানান, “পিছনে ফিরে তাকলে মনে হয় আমি সব পেয়েছি। মেদিনীপুরের একটা মেয়ে, ছোট একটা গ্রামের মেয়ে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে পিছনে তাকালে হয়তো গায়ে কাঁটা দেবে। তাই মনে হয় আমি সব পেয়েছি জীবনে।”