অভিনেতা সায়ক চক্রবর্তী, একদিকে যেমন জনপ্রিয় অভিনেতা, ঠিক তেমনি অন্যদিকে একজন জনপ্রিয় ব্লগার। নিজের ব্লগিং এর হাত ধরেই আমজনতার ঘরের ছেলে হয়ে উঠেছেন সায়ক।
নিয়মিত নিজের জীবনে ঘটে যাওয়া সবকিছুর আপডেট দিয়ে থাকেন অভিনেতা। আজ একজন সফল মানুষ হলেও ছোট থেকে অনেক কষ্টে করেই মানুষ হয়েছেন সায়ক। তার গোটা পরিবার কঠিন সময় পেরিয়ে আজ সুখের মুখ দেখেছে।
একসময় ভাড়া বাড়িতে থাকতেন সায়ক, তাই বছর বছর বাড়ি পাল্টাতে হত। বার বার নতুন নতুন জায়গায় গিয়ে তাদের মানিয়ে নিতে হত। ২০১৯ সালে ফ্ল্যাট কেনার পর সেই সমস্যা মেটে। কিন্তু আচমকাই আবার নাকি ভাড়া বাড়ি খুঁজছেন সায়ক কিন্তু কেন?
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে সায়ক বলেন, “অনেক কষ্টে বাড়িটা কিনেছি…কিন্তু ভেবিনি আপনার ভাড়া খুঁজতে হবে।” আসলে সায়ক বাড়ি খুঁজতে যাচ্ছেন তার দাদার জন্য। তার দাদা যে বাড়িতে থাকতেন সেটা পাল্টাতে চান। সায়ক জমি কিনেছেন কিন্তু বাড়ি হতে সময় লাগবে ততদিন ভাড়া বাড়িতে থাকবেন তাই ভাড়া বাড়ি খুঁজছেন অভিনেতা।
সূত্রঃ https://binodonxp . com/entertainment/serial/sayak-chakraborty-is-looking-for-a-new-home-35301

