বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘরে। অভিনেতা জিতু কমল আর দিতিপ্রিয়ারে মধ্যে মনোমালিন্যর জেরে মেগা ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত। প্রযোজনা সংস্থা তাদের নিয়ে মিটিং করলেও সমস্যার সমাধান হয়নি।
বিভিন্ন সূত্রের খবর, জিতু নাকি ধারাবাহিক থেকে সরে এসেছেন এবং প্রযোজনা নাকি নতুন নায়ক খুঁজছেন যদিও এর মধ্যে কোনটাই এখনো অফিশিয়ালি ঘোষণা হয়নি। এদিকে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিক্ষোভ তারা আর্য সিংহ রায় চরিত্রে জিতুকে ছাড়া অন্য কোনও নায়ককে দেখতে রাজী নয়। আগামীদিনে কি হতে চলেছে চোখ সকলের সেই দিকে।
তবে দিতিপ্রিয়া জিতুর বিপরীতে কাজ নিয়ে আগ্রহী নন। জিতুর সাথে একসাথে শুট দিতে রাজী নয়। নায়িকার এহেন আচরণে অপমানিত বোধ করেছেন নায়ক।
এদিকে জিতু-কে নিয়ে তাঁর প্রাক্তন সহ-কর্মীরা ইতিবাচক দিক তুলে ধরেছেন। সম্প্রতি আনন্দ বাজার অনলাইনের কাছে জিতুর সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। ‘শুধু তোমার জন্য’ ধারাবাহিকে জিতুর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
চৈতি ঘোষা জানিয়েছেন, “তিনিও কোনও দিন অভিনেতার আচরণে আপত্তিকর কিছু খুঁজে পাননি। জীতু ভীষণ সিরিয়াস, কাজে বুঁদ হয়ে থাকা এক অভিনেতা। ”
অভিনেত্রী আরও জানান, তিনি দিতিপ্রিয়াকেও চেনেন। তাঁর মতে “দিতিপ্রিয়া অনেক ছোট থেকে কাজ করছে। ইন্ডাস্ট্রিতেই বড় হয়েছে। খুবই মিষ্টি মেয়ে।” তাই জিতু আর দিতিপ্রিয়ার এই মনোমালিন্য শুনে অবাক অভিনেত্রী।

