
টেলিভিশন জগতে কাজের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, যার কারনে কাজ পাওয়া নিয়ে প্রতিদিন লড়াই করতে হচ্ছে ছোটপর্দার শিল্পীদের। যেমন কাজ পাওয়া কঠিন হয়ে উঠছে তেমনই ব্যক্তিগত জীবনে সংসার চালানো দায় হয়ে উঠেছে। সেই তালিকায় এবার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ দেবময় মুখোপাধ্যায়।
দীর্ঘদিন ধরেই বাংলা টেলিভিশনে নিয়মিত কাজ করছেন অভিনেতা। প্রোডাকশন হাউসের কাছেও দেবময় একজন ভরসাযোগ্য অভিনেতা হিসাবেই পরিচিত। অভিনয়ের পাশাপাশি সংসারের দায়িত্ব সবটা একাই সামলান অভিনেতা।
কেরিয়ারে সাফল্যের মাঝেও ভাবনায় অভিনেতার পরিবার। ২০১৮ সালে শিক্ষিকা সায়ন্তী রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দেবময়। বিয়ের ৬ বছরের মাথায় দুই যমজ কন্যা সন্তানের বাবা হন দেবময়।
সংসারের খরচ, দুটো ছোট ছোট মেয়ের ভবিষ্যৎ, তাদের শিক্ষা ও নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে অভিনেতাকে। আগে নিয়মিত কাজ করলেও বর্তমানে কাজ পাওয়াটা এখন অনেকটাই অনিশ্চিত। এই চিন্তাই বেশ ভাবাচ্ছে অভিনেতাকে।
দেবময়ের কথায়, অভিনয় তার ভালবাসা হলেও পরিবারের দায়িত্ব এখন তার জীবনের সবচেয়ে বড় প্রাধান্য। মেয়েদেরকে মানুষ করতে নতুন কাজের খোঁজে দেবময়। বারতি উপার্জনের জন্য ইউটিউবের সঙ্গেও যুক্ত হয়েছেন অভিনেতা। ইউটিউবে নানা ধরণের মজার ভিডিও বানান অভিনেতা।
‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘ওম নম শিবায়’-এ মতো ধারাবাহিকে অভিনয় করছেন দেবময়। এছাড়া ২০১২-এ মুক্তিপ্রাপ্ত ‘বোঝে না সে বোঝে না’, অথবা ২০১৫-এ মুক্তিপ্রাপ্ত ‘পাবর না আমি ছাড়তে তোকে’র মতো সিনেমাতেও অভিনয় করেছেন দেবময়।
