‘যেখানে আমার প্রয়োজন নেই সেখান থেকে আমি সরে আসি’, মুখ খুললেন ছোটপর্দার ‘কুচুটে শাশুড়ি’ রীতা দত্ত চক্রবর্তী

রীতা দত্ত চক্রবর্তী

বাংলা বিনোদন জগতের একজন দক্ষ অভিনেত্রী হলেন রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)। যাকে আপনারা নিয়মিত ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে শিমুলের শাশুড়ির ভূমিকায় দেখতে পারছেন।মধুবালার মতো একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্য তিনি দর্শকমহলের চর্চায় রয়েছে।

‘কুচুটে শাশুড়ি চরিত্রে অভিনয় করার জন্য প্রতিনিয়ত দর্শকের কাছে তাকে গালিগালাজ খেতে হচ্ছে। এই চরিত্রে অভিনয় করার জন্য তাকে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই চরিত্রে অভিনয় করে তিনি যেমন মজা পেয়েছে আবার পেয়েছেন কষ্টও।

সিটি সিনেমার এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এই প্রবীণ অভিনেত্রী জানান, “তিনি বহু বছর ধরেই নেগেটিভ এবং পজেটিভ চরিত্রে অভিনয় করেছেন। তবে মধুবালা চরিত্রটির মতো ভার আজ পর্যন্ত তাকে বহন করতে হয়নি।”

অভিনেত্রী আরও বলেন, “এই চরিত্রে অভিনয় করতে গিয়ে শিমুলের সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে তার কষ্ট হয়। কিন্তু যেকোনও চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে সম্পূর্ণভাবেই গ্রহণ করতে হয়। তিনি মনে করেন এই ধরণের চরিত্র সত্যিই রয়েছে। যখন মধুবালা শ্বশুরবাড়িতে নতুন বউ হয়ে এসেছিল তখন তাকে শাশুড়ির-ননদের কাছ থেকে শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে হয়। পরবর্তীকালে তার মনের মধ্যে না পাওয়ার বেদনাগুলি ছেলের বউয়ের উপর চালানো হচ্ছে।”

ভবিষ্যতে ওটিটিতে কাজ করতেন চান তিনি কিন্তু কারো কাছে নিজে থেকে কিছু চাইতে পারেন না। আর যেখানে তার প্রয়োজন নেই সেখান থেকে তিনি নিজেই সরে আসেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here