আজ বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। উইকিপিডিয়ার আপডেট অনুযায়ী ৪৫ বছরে পা রাখলেন অভিনেত্রী। এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেক বছর হয়ে গেছে। একাধিক বাংলা ধারাবাহিক, সিনেমায় কাজ করেছেন। বর্তমানে জি-বাংলার রান্নাঘরে সঞ্চালিকা হিসাবে তাকে দেখা যাচ্ছে।
বন্ধুবান্ধব, সহ-কর্মী, ভক্তদের থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন অভিনেত্রী। তবে আজকের দিনে মন খারাপ অভিনেত্রীর। কারণ তাকে যিনি জন্ম দিলেন সেই মানুষটি কিছুদিন আগে তার জীবন থেকে চিরকালের জন্য হারিয়ে গেছেন।
জন্মদিনে একরাশ মন খারাপের Tv9 বাংলার সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ মাকে খুব মিস করছি , এবছর আর পায়েস খাওয়া হবেনা। ছোট বেলায় জন্মদিনে সকালে জল খাবার থেকে শুরু হত আমার জন্মদিন পালন। মা সকালে উঠেই আমার পছন্দের চাউমিন বানিয়ে দিতেন, এই ছোট ছোট বিষয়ে খুব খুশি হতাম। এছাড়াও মা দুপুরে আমার পছন্দের খাবার তৈরি করে দিতেন।তাছাড়া সারাজীবনতো দুপুরে মায়ের কাছেই খেয়েছি। আসলে আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল আমরা অন্পতেই খুশি হতাম। সারাজীবনতো দুপুরে মায়ের কাছেই খেয়েছি। মাকে মনে পড়ছে।’
অভিনেত্রী আরও জানান, ‘গতকাল আমার জিবাংলার রান্নাঘরের টিম কেক এনছিল, আমি কাটতে চাইছিলাম না। তখন সবাই আমাকে বলল, তুমি কেক না কাটলে কাকিমার ভাল লাখবেনা। আমারও তাই মনে হল, মা তো আমার কাছেই আছেন। সাবই মিলে আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তবে মাকেই বেশি মনে পড়ছে, মা চাইছে আমি ভাল থাকি।’