৬ অ্যাসিস্টেন্ট, অহংকার হয়ে গিয়েছিল! ‘আমি ভুল করেছি’, ভুল স্বীকার করলেন ভুবন বাদ্যকর

ভুবন বাদ্যকর

রাতারাতি সেলিব্রেটি হওয়া ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবনবাবু আজ চরম অভাবের মুখে। কিছুদিন আগেই শোনা যায়, তার হাতে কাজ নেই, তার গানের কপিরাইট কিনে নিয়েছে অন্য এক ব্যক্তি। তাই গান করতে পারছেন না তিনি। এমনকি কোনও শোয়ে এখন আর তাকে ডাকাও হয় না। এদিকে চাঁদার জুলুমে নিজের রাজপ্রসাদ ছেড়ে পালিয়ে অন্য গ্রামে ভাড়া রয়েছেন।

মাঝে শর্টফিল্মে অভিনয় করে কিছু টাকা রোজগার করছিলেন কিন্তু সেটা সাময়িক। এরপর তার কাছে আর কোনও কাজ নেই। ভুবন বাবুর আজ এই হাল এর একমাত্র কারণ অহংকার, এমনটাই মত বাংলাদেশের জনপ্রিয় ইউটিবার মাহসান স্বপ্নের।

সম্প্রতি বীরভূমে এসেছিলেন বাংলাদেশের জনপ্রিয় ভ্লগার মাহসান স্বপ্ন জানান, ভুবনের ‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পিছনে তার অবদান ছিল। তিনি এই গানটির সঙ্গে ভুবন বাদ্যকরের ফোন নম্বর এবং পে টিএম নম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এরপর গানটি ভাইরাল হয়। কিন্তু যার জন্য তিনি ভাইরাল হলেন জনপ্রিয়তা পাওয়ার পর নাকি বাদাম কাকু তাকেই পাত্তা দিতেন না।

মাহসান স্বপ্ন দাবি করেন, “ভাইরাল হওয়ার পর থেকেই ভুবন বাদ্যকরের হাবভাব বদলে গিয়েছিল। ভুবন বাবুর ছয়-ছয় অ্যাসিস্টেন্ট যারা তার ফোন ধরতেন। যদিও আজ একটা অ্যাসিস্টেন্টও নেই। সেই সময় তার সঙ্গে দেখা করতে চাইলে তার সকারীরা টাকা চাইতেন মাহসান স্বপ্নের কাছ থেকে। ভাইরাল হওয়ার পর প্রচুর শোয়ের ডাক পান কিন্তু কোনও শোয়ে তার নাম টুকু নেননি ভুবন বাবু”। এমনটাই জানান বাংলাদেশের ইউটিউবার। তিনি বলেন, “অহংকার যে কোনও মানুষের পতনের মূল কারণ”। যদিও এই দুর্দিন থেকে বেরিয়ে আসুক ভুবন বাবু এমনটাই চান তিনি।

এদিকে শোনা যাচ্ছে, ভুবন বাদ্যকরের খোঁজ নিতে বীরভূমে এসেছিলেন। তার কাছে নাকি ভুবন বাবু স্বীকার করে নিয়েছেন, “আমি ভুল করেছি”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here