‘কলকাতা তোমাকে ভালোবাসি’! মঞ্চে দাঁড়িয়ে রবি ঠাকুরকে স্মরণ দিলজিতের

দিলজিৎ

কলকাতার মানুষের মন জয় করলেন দিলজিৎ দোসাঞ্জ। দু’দিন আগে শহরে এসেছিলেন গায়ক অভিনেতা। এই শহরের শীতলতম দিন ভীষণ উপভোগ করেছেন। একাধিক জায়গায় ঘুরে বেরিয়েছেন। কখনও হলুদ ট্যাক্সি তো আবার কখনও পায়ে হেঁটে।

গঙ্গার ধার, হাওড়া বিজ্র থেকে কলকাতার অলিগলি ঘুরে বেরিয়েছেন শিল্পী। সমস্ত ছবি মুঠোফোনে বন্দী করে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে তুলে ধরে লেখেন, ‘ধন্যবাদ কলকাতা, তোমাকে ভালোবাসি। আবার দেখা হবে।’

কলকাতার মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে দিলজিৎ বলেন, ‘করব, লড়ব, জিতব রে’। এটা খুব সুন্দর ট্যাগলাইন, এটা ‘কলকাতা নাইট রাইডার্স’-এর তো? দারুণ ট্যাগলাইন, আর বিশেষত শাহরুখ খান স্যারের টিম তো আমার পছন্দ হতোই, কারণ আমি তো স্যারের ফ্যান। এটা দারুণ মন্ত্রও বটে। আপনি নিজের পরিশ্রম করুন, লড়াই করুন নিজের সঙ্গে এবং শেষে জয় হোক না হোক সেটা পরের বিষয়, নিজের ১০০ শতাংশ দেওয়া আমাদের কর্তব্য। আপনি যদি ১০০ শতাংশ পরিশ্রম করেন তাহলে জয়ের কাছে আর কোনও অপশন থাকবে না।’

কলকাতার প্রশংসা জানিয়ে তিনি বলেন, ‘আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ছিলাম। একটা কথা পড়ে খুব ভালো লাগল। ওঁকে কেউ বলেছিলেন আপনি জাতীয় সঙ্গীত লিখেছেন, তাহলে আপনি ওয়ার্ল্ড অ্যান্থেমও লিখুন। দারুণ উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, সেটা তো গুরুনানক দেবজি ১৫ শতাব্দীতে লিখে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)