নিজের ব্যবসা ‘মেডোকার্ট’ আর নতুন সংস্থা নিয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রী সুস্মিতা রায়। সামনেই পুজো তবে ব্যবসার জন্য এবার পুজোর তেমন প্ল্যান নেই অভিনেত্রী। গত বছর থেকে এই বছর পুজোটা যদিও একটু অন্যরকম।
কিছুদিন আগে সাংবাদিক সব্যসাচীর চক্রবর্তীর সাথে ঘর ভেঙেছে তার। আর তারপর থেকে জুটেছে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ। প্রায়শই তাকে আর তার মাকে রোষের মুখে পরতে হচ্ছে। তবে সবকিছুতে চুপ না থেকেই অভিনেত্রী সমালোচকদের যোগ্য জবাবা দিয়েছেন।
অনেক ঝড় পেরিয়ে এই বছর দুর্গাপুজো কীভাবে কাটাবেন সুস্মিতা। আনন্দ বাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “নিজের ব্যবসা নিয়ে খুব ব্যস্ত আমি। তাই আলাদা করে পুজোর কোনও পরিকল্পনা নেই। ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে ঠিক কথা। কিন্তু তা নিয়ে কাটাছেঁড়া করতে চাই না। কিন্তু রক্তমাংসের মানুষ তো! মনখারাপ হতেই পারে।”
মুকুন্দপুরে নিজের বাড়ির পাশের মণ্ডপে অঞ্জলি দেবে অভিনেত্রী। তবে এবছর কি সুস্মিতার সিঁদুর খেলা হবে? উত্তরে সুস্মিতা বলেন, “সিঁদুর কি শুধু বিবাহিত মহিলারাই খেলতে পারেন? সিঁদুর হল শক্তির প্রতীক। আর তা ছাড়া সিঁদুর, শাঁখা, সংসার আমি খুব ভালবাসি। উত্তর কলকাতায় প্রতি বছর সিঁদুর খেলতে যাই। আশা করছি, এই বছরেও যাব।”