‘কাজ হাতছাড়া, চুলের মুঠি ধরে মার…’, অতীত নিয়ে মুখ খুললেন তিতিক্ষা

অভিনেত্রী তিতিক্ষা দাস

অভিনেত্রী তিতিক্ষা দাস, যিনি ইচ্ছে পুতুল ধারাবাহিকের হাত ধরে প্রথমে দর্শকমহলে পরিচিতি লাভ করেছেন। মেঘ চরিত্রে অভিনয় করেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন।

তিতিক্ষাকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল ‘দুই শালিক’ ধারাবাহিকে। মাঝে একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী। দুই শালিক ধারাবাহিকে অভিনয় করার আগে এক ইউটিউব চ্যানেলে অতীতের কথা তুলে ধরেন তিতিক্ষা।

এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, “একটা প্রোজেক্টে কাজ করার কথা ছিল তার কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ফাইনাল হয়া সত্ত্বেও কাজটা হয়ে ওঠেনি যার জন্য বেশ মন খারাপ হয়ে গিয়েছিল তার। কান্নাকাটি খুব একটা পছন্দ না করলেও মন খারাপে মাঝে মধ্যে চোখে জল এসেই পরে অভিনেত্রীর।”

অভিনেত্রী আরও শেয়ার করে জানান তিনি নাকি এখনো মায়ের হাতে মার খান। এক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিতিক্ষা জানান মাস খানেক আগেও নাকি তার মা তাকে চুলের মুঠি ধরে কয়েক ঘা দিয়েছেন। অর্থাৎ অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, কিছু ভুল হলে এখনও তাকে তার মায়ের কাছে মার খেতে হয়।