শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘নায়িকা নাম্বার ওয়ান’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতব্রতা দে এবং অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এই নায়িকা কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন নয়। এর আগেও একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ‘কন্যাদান’ সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এই প্রথম নায়িকা চরিত্রে ঋতব্রতা।
তবে অভিনয় জগতে থাকলেও ঋতব্রতা কোনদিনই অভিনেত্রী হতে চাননি, বরং পড়াশুনো করে চাকরি করবেন ভেবেছিলেন। তাহেল আচমকাই অভিনয় জগত? এই প্রসঙ্গে আনন্দ বাজার অনলাইনের কাছে মুখ খোলেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আড়াই বছর বয়সে বাবাকে হারান ঋতব্রতা। এরপর জীবনে চলার জন্য শুরু হয় মা আর আমার লড়াই। আমার কাছে মা-ই সব। তাই মায়ের স্বপ্ন পূরণ করার জন্যই অভিনয় জগতে আসা’। মায়ের ইচ্ছে ছিল আমি অভিনেত্রী হই। মায়ের জন্যই আমি প্রথম কাজের জন্য অডিশন দিই। না হলে ভেবেছিলাম পড়াশোনা করে চাকরি করব। তার পর আচমকাই অভিনয়কে ভালবেসে ফেলি’।
নেতাজিনগর উইমেন্স কলেজ’-এ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন ঋতব্রতা। বরাহনগরের মেয়ে, তবে অভিনয় জীবন শুরু হওয়ার পর বিজয়গড়ে চলে আসেন।