‘মেমবউ’ সিরিয়াল থেকে ‘নিম ফুলের মধু’! লোকজন গালিগালাজ করলে আমার ভালো লাগে, বললেন মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত

অভিনেত্রী মানসী সেনগুপ্ত

অভিনেত্রী মানসী সেনগুপ্ত, ছোটপর্দার একজন জনপ্রিয় মুখ। এই মুহূর্তে জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতা চরিত্রে অভিনয় করছেন তিনি। বাংলা টেলিভিশনের খলনায়িকার তালিকায় প্রথম সারিতেই তার নাম থাকে। বলা বাহুল্য, টেলিপর্দার জনপ্রিয় খলনায়িকা হিসাবে পরিচিত সে। এবারেও মৌমিতার মতো খল চরিত্রেও নজর কেড়েছেন অভিনেত্রী।

সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলতে দেখা যায় অভিনেত্রীকে। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন। টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় ‘মেমবউ’ সিরিয়ালের মাধ্যমে। যদিও সেটা মাত্র ছয় মাসের মতো ছিল। তারপর তাকে দেখা যায় ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে। এখানেই শেষ নয়, এরপরে স্টার জলসার ‘কুঞ্জছায়া’ সিরিয়ালেও সুযোগ পান তিনি। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করে গেছেন তিনি।

অভিনেত্রীর বেসিভাগ চরিত্রই নেগেটিভ হওয়ায় নানা সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এমনকি ট্রোলিংয়ের শিকারও হতে হয়েছে তাকে। তবে কীভাবে সামলান এত নেগেটিভ মন্তব্য?

এই প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলাকে অভিনেত্রী জানান,”টানা পাঁচ বছর গ্রে শেডের চরিত্র আমি অভিনয় করেছি। তাই সওয়া হয়ে গেছে। আর সত্যি বলতে ভিলেন চরিত্র করতে বেশ মজা লাগে। আমাকে দেখে লোকজন গালিগালাজ করে, মজার ট্রোল করে। সেটা একজন অভিনেত্রী হিসাবে আমার পাওয়া। আমি নর্ম্যাল ছবি পোস্ট করলেও, কমেন্টে মানুষ নেতিবাচক মন্তব্য করে।”

অভিনেত্রীর এই কথাতেই প্রকাশ পায় যে তিনি কতটা পজিটিভ মাইন্ডের। তাই হয়ত দর্শকের নেগেটিভ মন্তব্যকে পেরিয়েও ২০২৩-এর সোনার সংসারে সেরা ভিলেনের পুরস্কার পান অভিনেত্রী মানসী সেনগুপ্ত।