জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে বরাবরই দর্শকের উত্তেজনা তুঙ্গে। সেইসাথে আর্য-অপর্ণা জুটিকে দারুণ ভালবাসা দিয়েছেন দর্শকমহল। ইতিমধ্যেই ধারাবাহিকে জিতুর ফিরে আসায় বেজায় খুশি আর্য’র অনুরাগীরা। বাংলা সিরিয়ালে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বড়পর্দাতেও নজরকাড়া অভিনয় জিতুর।
সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কাজ করতে করতেই বাংলা সিনেমাতেও কাজ করছেন জিতু। সেই কারনেই কিছুদিন ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন জিতু? এই প্রসঙ্গে কথা না বললেও ‘জিয়ো বাংলা’ কে দেওয়া এক সাক্ষাতকারে জিতু বলেন,
‘বড়পর্দা, ছোটপর্দা, মেজপর্দা বলে আমার কাছে কিছু নেই। আমি কোন তুলনাতেই যাই না। আমি জানি আমাকে পারফর্মেন্স করতে হবে আমি সেটাই করি। ডিরেক্টরের থেকে জানব আমার কাজটুকু, আর প্রোডিউসারের থেকে জানব কতটুকু আমার প্রাপ্য বেশ এটুকুই। সময়ের সাথে সাথে ত সবাইকেই পরিবর্তন হতে হবে নাহলে আমি ব্যাকডেটেড হয়ে যাব।’
‘সিনেমা থেকে সিরিয়ালে ফিরেছি এর মধ্যে নতুন কিছু নয়, অভিনয় করতে চেয়েছি তাই অভিনয়ের মধ্যেই আছি। ছবি করতে করতে সিনেমাও করেছি আবার থিয়েটার করতে করতে সিরিয়ালও করেছি। ১৬ খানা ছবি ছেড়ে দিয়ে ‘চিরদিনই তুমি যে আমার’ এ সিরিয়াল করছি। যেটা আমার খিদেটাকে মেটাতে পারবে অর্থাৎ যা আমাকে খাওয়াতে পারবে, যা দিয়ে আমি নিজের পেট ভরাতে পারব, সেটা ভাল জিনিস হতে হবে। সেটাতেই আমি রাজি।’

