সাফল্যে আসার পর থেকে বিতর্ক কিছুতেই যেন অভিনেতা জিতু কমলের পিছু ছাড়ছে না। বড় পর্দা থেকে ছোটপর্দা নিজের অভিনয় গুণে সকলকে মুগ্ধ করছেন তিনি। তার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ বর্তমানে বাংলার সবচেয়ে চর্চিত ধারাবাহিক। তিনি এখন দর্শকের চোখে সকলের প্রিয় আর্য সিংহ রায়।
কিছুদিন আগে তার সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বিতর্কে জড়ান তিনি। বলা যায়, অভিনেতার জীবনে ঝড় বয়ে যায়। তবে সেসব অতীত। সহ-অভিনেত্রীর সাথে সব সমস্যা মিটে গেছে। তবে আচমকাই আবার জিতুর পোস্ট নিয়ে শোরগোল।
নিজেকে কখনোই তারকা ভাবতে চান না জিতু। তবে দর্শক তার নামে সঙ্গে একটি তকমা জুড়ে দিয়েছেন ‘দ্য অডিয়েন্স স্টার’। অর্থাৎ দর্শকের তারকা। দর্শকের এরকম ভালোবাসা আপ্লুত জিতু।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন অভিনেতা। জিতু লেখেন, “কিছু দিন যাবৎ আমি লক্ষ্য করছি, সোশ্যাল মিডিয়াতে এবং সাক্ষাতেও বহু সংখ্যক মানুষ আমাকে ”দা অডিয়েন্স স্টার” বলে সম্বোধন করছে। এর মানে কী জানা না থাকলেও, ভালই লাগছে। ভণিতা করে তো লাভ নেই, সত্যিই ভালো লাগছে। কারণ, এই “দা অডিয়েন্স ষ্টার” নাম কেনা অথবা আমার PR দের দেওয়া নয়। দর্শকদের দেওয়া,তারা যদি আমায় তিন-চার অক্ষরের গালিও দেয় সেটাও আমি মাথায় করে রাখব। তাদের ছাড়া আমার কোনও অস্তিত্বই নেই, ছিলোও না।থাকবেও না।”
জিতু সর্বশেষ লেখেন, “জানি, গাত্রদাহে কিছু “মহামানব” আবারও পেঁচে ফেলার ফাঁদ বুনছে।বুনুন। আমি এবং আমরা তৈরি। ময়দান ছাড়ছি না বন্ধু। ধন্যবাদ আমার দর্শক।” আবার অভিনেতাকে নতুন করে কারা প্যাঁচে ফেলার চেষ্টা করছেন? অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। যদিও পোস্টে কারো নাম উল্লেখ করেননি জিতু।