‘দু’বছরে ছোটোপর্দা থেকে বিরতির পর…,’ বললেন ‘রাঙাবউ’ শ্রুতি দাস

শ্রুতি দাস

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রুতি দাস। যাকে শেষবারের মতো দেখা গেছে জি-বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে। প্রায় দেড় বছর টিভির পর্দায় তাকে দেখা যাচ্ছে না। এর আগে একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন শ্রুতি।

সিরিয়ালে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমা-ওয়েব সিরিজে কাজ করেছেন শ্রুতি। তবে বহু দিন ধরে পর্দায় দেখা নেই তার। তবে তিনি যে ছোটপর্দাকে খুব মিস করেন তার সম্প্রতি পোস্ট দেখে স্পষ্ট।

সম্প্রতি ‘রাঙাবউ’ পাখি চরিত্রে ব্যবহৃত তার আলতা, সিদুর, চুড়ি’র ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, “চেষ্টা করি প্রত্যেক বার প্রত্যেক টি চরিত্র থেকে বেরিয়ে যাওয়ার পর তার স্মৃতি টুকু সযত্নে তুলে রাখতে।কাটোয়ার বাড়ি এসে ঘর গোছাতে গিয়ে আবার চোখের সামনে সব ভেসে উঠলো। রাঙাবউ আমার দু’বছর বিরতির পর কামব্যাক প্রজেক্ট ছিলো।আশা করি এই দু বছরের ছোটোপর্দা থেকে বিরতির পর আবার একদিন সবার ঘরে ঘরে ফিরে আসবো সবার আশীর্বাদে। আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো ।”