‘শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন…’, শ্বেতাকে চাঁচাছোলা জবাব স্বস্তিকা মুখার্জি

স্বস্তিকা মুখার্জি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের একটি মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি। ছোট পোশাক, হাত কাটা ব্লাউজ মন্তব্য ঘিরেই তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী নিজেও ভাবতে পারেনি এরকম মন্তব্য ঘিরে তাকে সমালোচনার সম্মুখীন হতে পারে।

এক পডকাস্ট চ্যানেলের সাক্ষাৎকারে শ্বেতা বলেন, “তিনি ছোট পোশাক, হাত কাটা ব্লাউজ পরতে পারবেন না চরিত্রের খাতিরে কারণ তিনি শরীর দেখাতে আসেনি। শরীর বেচতে হলে কাজটাই করব না।” তবে অভিনেত্রী পরে অনেক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কাউকে আঘাত করতে বলেননি।

তবে শ্বেতার এই মন্তব্য একেবারেই ভালো চোখে দেখেননি টলিপাড়ার অনেকে। এবার শ্বেতাকে নাম না করেই  চাঁচাছোলা জবাব দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

এবার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজের ফেসবুকে কলম ধরলেন। নাম না করেই স্বস্তিকা লেখেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন হিরোইনরা হাত কাটা ব্লাউজ পরতেন, পরেছেন এবং পরেন? আমার মা পরতেন, উনি অবশ্য গৃহবধূ ছিলেন। আমার মাথায় যে নামগুলো আসছে লিস্ট করছি। প্লিজ আপনাদের মনে পড়লে আরও নাম যোগ করবেন। শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। আমার তো তাহলে আর শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।’

এই বিতর্কে শ্বেতার সঙ্গে অনেকে মমতা শঙ্করের তুলনা করছে। এর আগে বহু অভিনেত্রী শ্বেতার বিরুদ্ধে মন্তব্য করেছেন এই বিতর্ক নিয়ে।