‘তিনধরে মেয়েটাকে কোলে নিতে পারছি না…’, মন খারাপ শ্রীময়ীর

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ

গত তিনদিন ধরে অসুস্থ কাঞ্চন মল্লিকের পত্নী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অসুস্থ শরীর নিয়েই গত দুদিন শুটিং করেছেন। তবে গত বুধবার পেটে ব্যথা বাড়ায় চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। কি হয়েছে অভিনেত্রী?

আনন্দ বাজার অনলাইনের কাছে অভিনেত্রী জানিয়েছেন, “কৃষভি হওয়ার সময়ে যে চিকিৎসককে দেখাতাম, তাঁর কাছেই গিয়েছিলাম। উনি পরীক্ষা করে বলেন কোনও স্ত্রীরোগজনিত সমস্যা নয়। তখনই অন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। আজ (বুধবার) দেখাতে গিয়েছিলাম। আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে। তবে চিকিৎসকের ধারণা, কিডনির কোনও সমস্যা হতে পারে। ২৮ জানুয়ারি পেটে এমআরআই হবে। তার পরেই সবটা বুঝতে পারব।”

অভিনেত্রী আক্ষেপ প্রকাশ করে জানান, “গত তিন দিন ধরে পেটে ব্যথার জন্য ষভিকে কোলে নিতে পারছি না। আপাতত রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন তিনি।”