পুজোর উৎসবের মাঝেও মন খারাপ বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর। পুজোর শেষ দিনে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নিজের মন খারাপের কথা। কি হয়েছে ইমনের?
গতকাল দশমী ছিল। চারিদিকে সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ মেতে উঠেছিল সিঁদুর খেলায়। ঠিক সেই সময় নিজের ফেসবুকে পোস্ট করে ইমন লেখেন, “বিয়ের পর থেকে একবারও “মা”কে বরণ করতে পারলাম না।” পাশে জুড়ে দিলেন দুটি দুঃখের ইমোজি।
আসলে বিয়ের পর প্রতি বছর ব্যক্তিগত কারণে এবং কাজের কারণে শহরের বাইরে থাকার জন্যই সিঁদুর খেলতে পারেন না। এই বছরও কাজের সূত্রের কলকাতার বাইরে থাকার জন্য সিঁদুর খেলায় অংশ নিতে পারেনি গায়িকা আর তাই মন খারাপ।
প্রসঙ্গত, বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পাশাপাশি ইমন একজন বিচারকও। সারেগামাপা নাচের রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে অন্যতম সদস্য তিনি।