পর্দায় খলনায়িকা হয়েও অভিনয় দিয়েও যে নায়িকাকেও ছাপিয়ে যাওয়া যায় তা টাপুর টুপুর ধারাবাহিকের পায়েল ওরফে মাফিন চক্রবর্তীকে না দেখলে হয়ত বোঝা যাবে না। পার্শ্বচরিত্রে থেকেও ছাপিয়ে গেছিল তার অভিনয়। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় অনেক বছরই কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তাই অভিনয় জগতে কাজ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল অভিনেত্রী। তবে বর্তমানে পর্দা থেকে অনেকটাই দূরে মাফিন।
এদিন জি বাংলার দিদি নম্বর ওয়ানে হাজির হয়েছিলেন মাফিন। অনেকদিন পর পর্দায় অভিনেত্রীকে দেখে বেজায় খুশি হয়েছেন তার ভক্তরা। দিদি রচনার সাথেও গল্পে মেতেছিলেন অভিনেত্রী। গল্পের ছলেই জানালেন ইন্ডাস্ট্রি সম্পর্কে নানা কথা।
মাফিন জানান, ‘কেরিয়ারে ওঠা পড়া, ভালো সময় মন্দ সবটাই দেখেছি। এই ইন্ডাস্ট্রিতে কম অভিজ্ঞতা হয়নি। টাকার এপিঠ ওপিঠ দুটো পিঠই দেখেছি। কখনও সিরিয়াল ম্যাসিভ হিট করেছে, শো করতে গিয়ে দেখেছি ভিড় উপচে পড়েছে। গাড়ি নড়তে থাকে মানুষের ধাক্কায়। কখনও আবার উল্টোটাও দেখেছি।’
তবে এই মুহূর্তে হাতে কাজ নেই দেখে কোন আক্ষেপ নেই তার, বরং তার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট তার নাচের ক্লাস। অনেকদিন ধরে নাচের সাথে যুক্ত রয়েছেন। ভরতনাট্যম শিখেছেন, এছাড়া কনটেম্পরারিও শিখেছেন। ছাত্র-ছাত্রীদের নাচ সিখিয়েই বেশি আনন্দ পান মাফিন।
এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির ছিলেন টেলি দুনিয়ার অতি পরিচিত মুখেরা। তাদের মধ্যে ছিলেন রূপসা চট্টোপাধ্যায়, ইন্দ্রাক্ষী দে প্রমুখ অভিনেত্রীরা।