‘মায়ের হারানো সব ফিরিয়ে দিয়েছি…এটাই আমার গর্ব’, বললেন সায়ক চক্রবর্তী

অভিনেতা সায়ক চক্রবর্তী

অভিনেতা সায়ক চক্রবর্তী, বর্তমানে আট থেকে আসি সকলেই তাকে চেনেন। একজন অভিনেতার পাশাপাশি তিনি এখন পরিচিত একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। ইউটিউব আর ফেসবুকের হাত ধরেই ভাগ্য পাল্টেছে অভিনেতার।

একটা সময়ছিল যখন ঘরে খাবারটুকু পর্যন্ত  থাকত না, অভিনেতার মা আত্মীয় বাড়ি থেকে দুই ভাইকে খাইয়ে আনতেন । দুই ভাইকে মানুষ করতে অনেক কষ্ট করেছেন অভিনেতার মা। এমনকি নিজের সর্বস্ব ত্যাগ করেছেন। সায়ক আর সব্যাসাচী অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছেন।

২৫ ডিসেম্বর সায়ক চক্রবর্তীর মায়ের জন্মদিন। মায়ের জন্মদিনের আগে মাড় উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন অভিনেতা।

সায়ক লেখেন, “একটু একটু করে টাকা জমিয়ে তখন ২ ভাই মায়ের জন্য কেক কিনতাম, সোনারপুরে শাড়ির দোকান দেখে দাঁড়িয়ে ভাবতাম দাম নিশ্চই অনেক হবে…যখন আমি আরো বড় হবো তখন শাড়ি কিনবো মায়ের, ছোট বেলায় দেখা স্বপ্ন একটু একটু করে সত্যি হয়েছে, শাড়ির অভাব নেই কারন শাড়ির দোকানের ফেস আমি!”

অভিনেতা আরও লেখেন, “গয়নার দোকান? ওখেনে আমরা যেতাম শুধু বিক্রি করতে,সোনা থেকে রুপো এমন কি মায়ের গায়ের শেষ গয়না রুপোর প্রবাল এর আংটি সেটা অবধি মা বিক্রি করে দিয়েছিলো, এখন গয়নার দোকানের ফেস আমি। মায়ের হারানো সব ফিরিয়ে দিয়েছি। এটা অহংকার নয় এটা আমার গর্ব । সবাই কে সাথে নিয়ে হিংসা না করে অহংকার না করে সৎ পথে কষ্ট করে পরিশ্রম করলে তোমার দিন ফিরবেই। আগামী ২৫ শে ডিসেম্বর মায়ের জন্মদিন আসছে…মায়ের হারানো গয়না থেকে শাড়ি বাড়ি সব একটু একটু করে ফিরিয়ে দিয়েছি , এবার ভাবছি মায়ের জন্মদিন টা বাকি অনেক মায়ের সাথে কাটাবো, যাদের ছেলে মে রা ভুলে গেছে তাদের মায়ের ত্যাগ।”