সব্যসাচীর সাথে ভেঙেছে বিয়ে, ‘আমার বলে কিছুই নেই…’, বললেন সুস্মিতা রায়

সুস্মিতা রায়

বিচ্ছেদের পর থেকেই অভিনেতা সায়ক চক্রবর্তীর কুটনি বৌদি তথা অভিনেত্রী সুস্মিতা রায় লাইমলাইটে রয়েছেন। বিচ্ছেদের পর নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তবে ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কটাক্ষ ঝড় নেটিজেনদের।

কিছুদিন আগে নিজের ব্যবসার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন অভিনেত্রী। আর এদিন তাকে বাউন্সার নিয়ে ঘুরতে দেখা যায়। তার পোশাক, আচরণ দেখে অনেকের মত সুস্মিতা হাভভাব বেড়ে গেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় নিন্দুকদের কড়া জবাব দিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি আবারও তার একটি পোস্ট ঘিরে জল্পনা। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি ভাগ করে নেন সুস্মিতা আর লেখেন, “শূন্য থেকে শুরু আবার শূন্যে হবে শেষ! মাঝে শুধু রয়ে যাবে, ভালো-মন্দের রেষ। আমার আমার করি সবাই, আমার বলে কিছুই নাই! কদিনের এই মায়ার খেলায় কেউ বা হারে কেউ বা জিতে যায়।”

তবে আচমকাই কেন সুস্মিতা এরকম লিখলেন। এর সাথে কি সব্যসাচীর সঙ্গে  বিচ্ছেদের কোনও যোগসূত্র রয়েছে? পুরানো সম্পর্কের জের নাকি নতুন কিছু? যদিও এই বিষয়ে এখনো কিছু স্পষ্ট নয়।