‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল। এই চরিত্রে তাঁর জনপ্রিয়তার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সদ্য তাঁর অভিনীত ধারাবাহিকে নায়িকা পরিবর্তন হয়েছে। নতুন নায়িকা শিরিনের সাথে তাঁর রসায়ন ভালোই উপভোগ করছেন দর্শক।
মাঝে সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সাথে বিতর্কে জড়িয়ে যান। জিতু-দিতিপ্রিয়ার বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায়। ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। এরপরেই নতুন নায়িকা এন্ট্রি নেয় ধারাবাহিকে।
তারমাঝেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা একটি ভিডিও শেয়ার করেন। জিতুর শেয়ার করা ভিডিওটি শোনা যাচ্ছে, ‘আমি পরোয়া করি না, আমার ব্যাপারে কে কী ভাবছে। কারণ আমি জানি আমি কী! আমার কাওকে কিছু প্রমাণ করার নেই। সমস্যা থাকবেই জীবনের অংশ হিসেবে। আর হাসি মুখে সমস্যার মুখোমুখি হওয়াই হল আর্ট অফ লাইফ এবং প্রতিশোধও। নাহ আমি আমার এনার্জি নষ্ট করি না। আমি শুধু আমার জীবন থেকে মানুষদের মুছে ফেলি। আমার মন থেকে, আমার ভবিষ্যত থেকে।’
এই ভিডিও কাকে ইঙ্গিত করে পোস্ট তাও জানা যায়নি। যদিও মাঝেমধ্যে নিজের ফেসবুকে এই ধরণের পোস্ট করে থাকেন জিতু। তবে নেটিজেনদের দাবি দিতিপ্রিয়ার উদ্দেশ্যেই এই বার্তা।

