‘১৬-১৭ বছর ধরে অভিনয় জগতে পরাগ চরিত্রের মতো এত জনপ্রিয়তা আগে পাইনি, চ্যানেলকে ধন্যবাদ!’ বললেন ছোটপর্দার পরাগ ওরফে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়

কার কাছে কই মনের কথা

আর পাঁচটা ধারাবাহিকের চেয়ে একেবারেই আলাদা জি-বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক। যেখানে স্বামী নিজেই স্ত্রীকে বিপদে ফেলতে প্রতিনিয়ত ফন্দি আটতে ওস্তাদ। তার পাশে রয়েছে তার নিজের ভাই।

ধারাবাহিকের এরকম গল্প চুটিয়ে উপভোগ করছেন দর্শক। একাধিক ধারাবাহিকের অভিনয় করলেও পরাগ চরিত্রতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা মিলেছে। এই চরিত্রটি সবচেয়ে বেশি চর্চার বিষয়বস্তু হয়ে উঠে দাঁড়িয়েছে। এই চরিত্রে অভিনয় করে দর্শকের কটাক্ষ জুটেছে কপালে।

পরাগ চরিত্র নিয়ে এবার বর্তমান প্রতিকার এক সাক্ষাৎকারে মুখ খুললেন দ্রোণ মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পরাগকে নিয়ে এত কটাক্ষ প্রশংসার সুবাসে গ্রহণ করেন দ্রোণ। তিনি বলেন, ‘আমার অভিনয়ের প্রতি ভালোবাসা জ্ঞান হতেই। পরবর্তীকালে পেশা হয়ে ওঠে। আমি সাধারণ মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছি। পড়াশোনায় ভালো ছিলাম। ফলে বাবা, মা আশা করেছিলেন আমি একটা ভালো চাকরি করব। জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পাই। কলকাতায় পড়তে আসি। তার আগে বোলপুরে বড় হয়েছি’।

‘টেলিভিশন করছি গত ১৬-১৭ বছর।  প্রথম ধারাবাহিক ‘স্পন্দন’। ধীরে ধীরে ‘সত্যমেব জয়তে’, ‘গল্প হলেও সত্যি’, ‘দীপাবলির সাতকাহন’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছি কিন্তু এই প্রোজেক্টে  যেমন ভালোবাসা পাচ্ছি, এতটা আগে পাইনি। নানা প্রোজেক্টে কাজ করলেও চলতি ধারাবাহিকের মতো জনপ্রিয়তা এর আগে আসেনি। এই সিরিয়ালে নতুন কিছু অভিনয় করলাম এমন তো নয়। আগে বিভিন্ন ধারাবাহিকে যতটা মনোযোগ দিয়ে কাজ করেছি, এক্ষেত্রেও তাই। তবে জি বাংলা তো অনেক দর্শকের কাছে পৌঁছয়। গল্পটাও ভীষণ ভাবে দর্শককে ছুঁয়ে যাচ্ছে।’

দ্রোণের কথায়, ‘পরাগ’-এর চরিত্রের জন্য প্রথমত চ্যানেল এবং প্রোডাকশনকে ধন্যবাদ। তাঁরা এই সুযোগটা দিয়েছেন। প্রধান পুরুষ চরিত্রে নেগেটিভ শেড সাধারণত ধারাবাহিকে আমরা দেখতে অভ্যস্ত নই। ফলে এটা এক্সপেরিমেন্ট।’

Source: bartamanpatrika . com