‘আমার প্রাক্তনদের সঙ্গে আবার কাজ করতে কোনও সমস্যা নেই’ বললেন রোশনি ভট্টাচার্য

রোশনি ভট্টাচার্য

এই মুহূর্তে জি-বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে কাজ করছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সেখানে তাকে অনিকেতের প্রাক্তন প্রেমিকা ‘অহনা’র চরিত্রে অভিনয় করতে দেখছে দর্শক। সম্প্রতি আজকাল ডট ইন-এর সঙ্গে আড্ডায় যোগ দিলেন রোশনি।

সেখানে নিজের কাজের প্রসঙ্গ থেকে প্রাক্তনদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে উঠে এলো নানা কথা। টাকার জন্য সব করতে পারে ‘অহনা’, কিন্তু বাস্তবে অভিনেত্রীর জীবনে টাকা ঠিক কতটা প্রয়োজনীয়? জবাবে রোশনি বলেন,”ভাল থাকার জন্য টাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু আমার সীমাটা আমাকেই বুঝতে হবে। কতটুকু হলেই ভাল থাকতে পারি, সেটা নিজে ঠিক করে নিলে অহনার মত আর হতে হবে না।”

এর আগে একাধিক অভিনেতার সঙ্গে তার সম্পর্কে থাকার গুঞ্জন শোনা গিয়েছিল বটে, তা অবশ্য কখনই অস্বীকার করেননি অভিনেত্রী। পর্দার মত একই ভাবে যদি তার জীবনেও প্রাক্তন ফিরে আসে, তাহলে কি তাকে মেনে নেবেন রোশনি?

উত্তরে রোশনি বলেন, “আমার জীবনে যেটা পাওয়ার সেটা আমি পাবই তেমনই যেটা আমার কখনওই হওয়ার নয় সেটা হবে না। বিচ্ছেদে কষ্ট হয় ঠিকই, কিন্তু খুব বেশিদিন কান্নাকাটি করার মানুষ আমি নই। শেক্সপিয়ারের জীবন একটা মঞ্চ এবং সেখানে সকলেই অভিনেতা অভিনেত্রী -এই কথায় আমি খুব বিশ্বাস করি। একটা শট শেষ মানেই পরবর্তী শটের জন্য তৈরি হতে হবে সেটা আমি জানি, তাহলে অহনার মত সুযোগ বুঝে প্রেমিক খুঁজি এমন নয় বা আমার প্রাক্তন যদি এখন ভাল চাকরি করে আবার ফিরিয়ে নেব একেবারেই তা নয়।”

অভিনেত্রীর কথায়, “কারোর সঙ্গে মনের মিল হলে আমি নিজেকে সেই সুযোগটা দিই, কারণ আমি খুব রোমান্টিক একজন মানুষ। প্রাক্তনকে ফিরিয়ে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, কারণ একটা চ্যাপ্টার আমি একবারই পড়তে ভালোবাসি। তাতেই যা বোঝার বুঝে নেওয়া যায়। আমি খুব পজিটিভ একজন মানুষ, সেই কারণে প্রাক্তনদের জীবন থেকে চলে গেলেও তাঁরা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ রাখেন। আমি আবার তাঁদের সঙ্গে অভিনয় করতে পারি, আমার কোন অসুবিধা নেই। এমনকী এরকম যদি হয় যে কোনও একটা কাজে আমার সকল প্রাক্তনই রয়েছেন, আমি সবার সঙ্গেই ভালভাবে কথা বলবো এবং প্রায় পিকনিকের মতই সেই দিনটা কাটিয়ে দেবো হয়তো। তার মানে এরকম নয় যে আমার অনেক প্রেমিক ছিল একসময়, যে ক’জন ছিল তাঁদের কথাই বলছি।”

মনে রাগ রেখে যে ভালো থাকা যায় না তা ভালোই মানেন অভিনেত্রী। তাই পুরনো সবকিছু ভুলে নতুন করে শুরু করতেই বেশি বিশ্বাসী ছোটপর্দার অহনা।