১৫ বছরের দাম্পত্যে ইতি! ‘আমার বলার মত কেউ নেই’, আক্ষেপ অভিনেত্রী স্বর্ণকমল দত্তের

অভিনেত্রী স্বর্ণকমল দত্ত

বাংলা টেলিভিশনের একজন অতি পরিচিত মুখ অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। কিছুদিন আগেই তার ব্যক্তিগত জীবন চর্চায় উঠে আসে। অভিনেত্রী তার ১৫ বছরের দাম্পত্য জীবন ইতি টানার কথা সামনে আনেন। স্বামীর আসল মুখোশ সকলের সামনে আনেন অভিনেত্রী।

২২-২৩ বছর বয়সে বিয়ে করেছিলেন স্বর্ণকমল। বিয়ের পর থেকে স্বামীর মারধর সহ্য করতে হয়েছে। স্বামীর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, নোংরা ভাষায় আক্রমণ। সব সহ্য করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন অভিনেত্রী। তবে অভিনেত্রী জানিয়েছিলেন, “গত জানুয়ারি মাসে ফের এক নতুন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্বামী। প্রতিবাদ করায় তাকে মারধরও করেন। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন স্বর্ণকমল।”

বর্তমানে সন্তানকে নিয়ে থাকলেও একাকিত্বের ভুগছেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একাকীত্ব ভীষণই কঠিন জিনিস সব কথা তো আর মা বাবাকে বলা যায় না, ওদেরও বয়স হচ্ছে। সব কথা আমার মেয়েকেও আমি বলতে পারি না। কারণ ও এই নেগেটিভ কথাবার্তা খুব একটা শুনতে পছন্দ করে না। তাই আমার বলার মত কেউ নেই। মেয়েকে বলতে চাই না কারণ শিশু মনটাকে আমি এত তাড়াতাড়ি নষ্ট করতে চাই না। বড্ড একা লাগে। একাকীত্বটা সমুদ্রের মতো তুমি তলিয়ে যাবে কিন্তু ওঠার জন্য পার পাবে না।’

সুত্রঃ https://binodonxp . com/entertainment/serial/actress-swarna-kamal-dutta-opened-up-about-her-loneliness-after-her-breakup-31958