টলিউডের একজন প্রতিভাবান অভিনেতা হল রুদ্রনীল ঘোষ। যেকোনো চরিত্র তিনি ভীষণ সাবলীল। নিজের অভিনয় দিয়ে মাতিয়ে রাখেন দর্শকদের। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ময়দানে ভালো জনপ্রিয়।
টলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন রুদ্রনীল। তবুও নাকি তিনি কাজ পাচ্ছেন না এমনটাই এক সাক্ষাৎকারে অভিযোগ এনেছেন। কেন তিনি কাজ পাচ্ছেন না? কেন অভিনয় জগত থেকে বর্তমানে দূরে রুদ্রনীল? অবশেষে নিজেই এক সাক্ষাৎকারে তুলে ধরলেন অভিনেতা।
এই সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা কেন আগের মতো ছবিতে দেখা যায় না? প্রশ্নের উত্তরে রুদ্রনীল জানায়, ‘এই প্রশ্নটা আমাকে করার কোন মানেই হয় না। পরিচালক প্রযোজকদের করা উচিত এই প্রশ্ন। তারা ভালো বলতে পারবেন। আমি তো একজন অভিনেতা। আমি কাজ করার জন্য সবসময় তৈরি। আমাকে কতটা কাজে লাগাতে পারবেন পরিচালক প্রযোজকেরা সেটা তাদের দেখার বিষয়।’
রাজনীতিতে যোগ দেওয়ার জন্যই কি কম পাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘হতে পারে তাতে কোন সন্দেহ নেই, কিন্তু এটা হওয়া উচিত নয়। এরকম আমি নই, আমার মত এরকম আরো অনেকে আছে সবার তো লড়াই করার ক্ষমতা থাকে না। সবার প্রতিবাদ করার ধরন এক রকম হয় না। এরকম বহু পরিচালক প্রযোজক আছে যারা আমার খুব ভালো বন্ধু। যাদের সাথে আমার নিয়মিত আড্ডা হয়, যারা আমার বাড়িতে আসেন আমি তাদের বাড়িতে যাই। কিন্তু যখন কাস্ট করার সময় আসে তখন তারাও কোথাও একটা দ্বিধায় ভোগেন। আমি তার জন্য কখনো কাউকে দোষ দিনা। সবার সমান সাহস হয় না। সিনেমা করতে গেলে আমাদের ইন্ডাস্ট্রির কিছু জটিল নিয়ম মেনে চলতে হয়। সেজন্য হয়তো অনেকে নিতে চেয়েও নিতে পারেননি। বিগত পাঁচ বছরে আমি কাজ করেছি মাত্র চারটে সিনেমায়। মানে সারা বছরে একটা কাজ ছিল আমার হাতে। ওই একটা কাজের টাকা দিয়ে আমাকে বাকি এগারোটা মাস চালাতে হয়েছে। হাতে টাকা ছিল না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা টাকা ছিল সেগুলো খরচ হতে হতে আজ প্রায় শেষের পথে। আমার কষ্ট করে কেনার ফ্ল্যাট গাড়ি সব বিক্রি করতে হয়েছে।’
সূত্রঃ https://binodonxp . com/entertainment/serial/rudranil-ghosh-talks-about-difficult-times-in-his-life-in-an-interview-32210