মাত্র ২ মাসে বন্ধ ধারাবাহিক। নোটিশ দিয়ে মাত্র ২ দিনেই বন্ধ, ক্ষোভ প্রকাশ ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে নায়িকা পায়েল দের। আনন্দ বাজার অনলাইনে অভিনেত্রী জানান, “‘আলো’ নাম আমার কাছে পয়া। আগে ধারাবাহিক ‘বঁধু কোন আলো লাগল চোখে’ করেছিলাম। তখনও দর্শক খুব ভালবেসেছিলেন। এ বার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে অভিনয় করলাম। প্রচুর প্রশংসা পেয়েছি।”
পায়েল মন খারাপ নিয়ে আরও বলেন, “সামনে পুজো। আমরা কত কিছু পরিকল্পনা করেছিলাম! একসঙ্গে মজা করব, খাওয়াদাওয়া সারব। কাজ শেষে যাঁরা ইচ্ছুক তাঁরা ঠাকুর দেখতে যাবেন। সে সব মাটি”।
অভিনেত্রী ক্ষোভ প্রকাশের সাথে জানায়, “আমার ১৯ বছরের পেশাজীবনে এই প্রথম এমন অভিজ্ঞতা। মাত্র দু’দিনের নোটিসে কোনও ধারাবাহিক বন্ধ হয়নি! টেকনিশিয়ান-সহ অনেকেই পুজোর সময় ছোটপর্দার কাজের দিকে তাকিয়ে বসে থাকেন। এখনও পর্যন্ত এখানেই নিয়মিত উপার্জনের পথ খোলা।”