‘আমি কখনওই নিজের মর্যাদার সাথে আপোস করিনি যার কারণে অনেক চরিত্র হারিয়েছি’ বললেন প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়

মৌসুমী চট্টোপাধ্যায়

যেকোন পরিস্থিতিতেই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে বহু বছর অভিনয় জীবনে আজ পর্যন্ত কারোর অশালীন আচরন সহ্য করেননি অভিনেত্রী। এমনকি জানা যায় কাজের ক্ষেত্রে সহ-অভিনেতার কাছথেকে কোন খারাপ ব্যবহার পেলে তাকে উচিৎ কথা কিংবা থাপ্পড় মেরে সেই ব্যবহারের পালটা জবাব দিতে দেখা গেছে মৌসুমীদেবীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করায় মৌসুমী জানান, ‘সেই সময়ে বলিউডের নায়কেরা নায়িকাদের সাথে ফ্লার্ট করতেন এবং সঙ্গে এও চাইতেন নায়িকারাও যেন তাঁদের সঙ্গে পাল্টা ফ্লার্ট করেন, তাঁদের মনমতো প্রতিক্রিয়া দেয়।’

মৌসুমীদেবী আরও বলেন, ‘আমি কখনওই নিজের মর্যাদার সাথে আপোস করিনি, কোনও মূল্যেই করিনি। যাই হোক, এটা এখন অতীত। গুলজার এবং আমি বহু বছর পর ‘আঙ্গুর’-এ কাজ করেছি একসঙ্গে । হরি ভাই (সঞ্জীব কুমার) ছিলেন আমার নায়ক ‘কোশিশ’ ছবিতে এবং ‘আঙ্গুর’-এও। আমি অনেক চরিত্র হারিয়েছি কারণ আমি কারওর অহংকারকে প্রশ্রয় করিনি।’

১৯৬৭ সালে ‘বালিকা বধূ’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন মৌসুমী। এরপর বলিউডেও অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিনোদ খন্না, রাজেশ খান্নার মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন মৌসুমী। সদ্যি যশ-নুসরাতের ছবি ‘আড়ি’তে দেখা গিয়েছে তাকে।