‘আমি কখনও কাউকে ঠকাইনি’, আচমকা কেন এমন বললেন রণজয়?

রণজয় বিষ্ণু

সদ্যই পালিত হল মহাশিবরাত্রি। আর এদিনেই অভিনেতা অভিনেত্রীদের অনেকেই নিষ্ঠাভোরে পূজা করলেন মহাদেবের। অভিনেতা রণজয় বিষ্ণু। যাকে আর আগে পর্দায় শিবের ভুমিকায় অভিনয় করতে দেখেছে দর্শক। তিনি বাস্তবেও মহাদেবের একান্ত ভক্ত।

সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রণজয় বিষ্ণু জানিয়েছেন, তিনিও শিবের মত প্রেমিক মানুষ, এক নারীতেই অবিচল।

কোন গোপনে মন ভেসেছে’র অনিকেতের কথায়, ‘আমি এক নারীতেই সবসময় অবিচল ছিলাম। কিন্তু জীবনে অনেক দুর্ঘটনা ঘটে। সেটার দায় আমার বা আমার প্রাক্তনের নয়। সময়ের দোষ সেটা। তবে আমি মানুষটা খুব সহজ, আমার হৃদয়ে এখনও সারল্য আছে। আমি কখনও কাউকে ঠকাইনি।’

একসময় সায়ন্তনী গুহঠাকুরতা, সোহিনী সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রণজয়। যদিও সেই সম্পর্ক টেকেনি। আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন অভিনেতা।

এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাকে। শ্যামৌপ্তি মুদলির সঙ্গে একটি নতুন মিউজিক অ্যালবামেও কাজ করেছেন রণজয়।