টলিউড ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেত্রী হলেন খেয়ালী দস্তিদার। একটা সময় ছোটপর্দা-বড়পর্দায় দাপিয়ে কাজ করেছেন তিনি। একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন চিত্রনাট্যকার। কালারস বাংলায় নতুন ধারাবাহিক ‘ইন্দ্রাণী’র সংলাপ লিখছেন তিনি। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী।
টেলিভিশনের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছিল ‘১৩ পার্বণ’ ধারাবাহিক। আর ‘১৩ পার্বণ’ পরিচালকের মেয়ে খেয়ালী তাঁর অভিনয় জীবনে সূচনা শুরু করেছিলেন এই ধারাবাহিকের হাত ধরেই। সেই স্মৃতিতেই tv9bangla এক সাক্ষাৎকারে নিজের মনের কথা শেয়ার করলেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
অভিনেত্রী খেয়ালী দস্তিদার জানিয়েছেন, ‘১৩ পার্বণ’ ধারাবাহিকটি ধারাবাহিকের জগতে তৈরি হওয়া তৃতীয় বাংলা সিরিয়াল। এই ধারাবাহিকের হাত ধরেই সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রাণী হালদারের মতো বহু তারকার জন্ম হয়। কিন্তু সেইসময় এই ধারাবাহিক দর্শকের ভালোবাসা পেয়েছে ঠিকিই কিন্তু আজকের মতো চ্যানেল, সংবাদ মাধ্যমে অভিনেতাদের নিয়ে যেরকম উত্তেজনা আছে সেরকম আগে ছিল না। বরং আমাদের দ্বিতীয় সারির অভিনেতাই ভাবা হত”।
অভিনেত্রী আরও জানান, “তখন অভিনেতা থেকে টেকনিশিয়ানদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, তা আজকে নেই। এখন যেন সবটা কাট-কাট। এটা ভালো না”। জীবনে প্রশংসিত হলেও অভিনেত্রীর জীবনে একটা বড় আক্ষেপ রয়েছে। কি সেই আক্ষেপ?
খেয়ালী দস্তিদার কথায়, ‘তাঁর জীবনের খুব ইচ্ছা হোডিংয়ের মুখ হওয়ার। কিন্তু সারাজীবনে কখনো হোডিংয়ের মুখ হননি। যদিও এখন আর সেই আশা নেই অভিনেত্রীর। তিনি জানান, “এই আক্ষেপ নিয়েই মরে যেতে হবে একদিন”।
Source: tv9 bangla