
অভিনেত্রী মানসী সেনগুপ্ত, সদ্যই মা হয়েছেন। মা হওয়ার পর আবার কাজেও ফিরেছেন তিনি। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। একাধিক ধারাবাহিকে ভিলেন চরিত্রেই অভিনয় করে গেছেন। কি করে বলব তোমায়, পিলু, নিম ফুলের মধু-র মতো তার ঝলতে রয়েছেন আরও জনপ্রিয় বেশ কিছু ধারাবাহিক।
অভিনয় দক্ষতা সত্ত্বেও তাকে পজেটিভ চরিত্রে দেখা যায় না। এই প্রথমবার নেগেটিভ চরিত্র নিয়ে মুখ খুললেন মানসী। বর্তমানে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে অভিনয় করছেন।
নেগেটিভ চরিত্রে অভিনয় নিয়ে অভিনেত্রী এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আমি নেগেটিভ চরিত্র সবচেয়ে বেশ ভালোবাসি। পজ়িটিভ চরিত্র খুব একটা করতেই চাই না সত্যি বলতে। কারণ, নেগেটিভ চরিত্রে সুযোগ অনেক বেশি। কাউকে মেরে ফেলা, কাউকে বিষ মেশানো, আর সবচেয়ে মজার বিষয় হলো জেলে যাওয়া। আমি তো লাস্ট যে সিরিয়ালটা করলাম, সেই সময় অন্তঃসত্ত্বা। ‘কোন গোপনে মন ভেসেছে’ করতে করতেও আমায় জেলে যেতে হয়েছিল। প্রচুরবার আমি জেলে গিয়েছি সত্যি বলতে। তবে এ বার জেলে যেতে হবে না বলেই মনে হচ্ছে।’।