‘অনেক চরিত্রের সুযোগ এসেছে… শ্রীময়ী যে জনপ্রিয়তা’, ছোটপর্দায় ফেরা নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার

অভিনেত্রী ইন্দ্রানী হালদার

বাংলা ধারাবাহিকের দর্শক আজও শ্রীময়ী কে মিস করে। আশাকরি, বুঝতে পেরেছেন এখানে কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, অভিনেত্রী ইন্দ্রানী হালদারের কথা।

ছোটপর্দায় থেকে বহুদিন দূরে তিনি। শেষ দেখা গিয়েছিল শ্রীময়ী ধারাবাহিকে। মাঝে শোনা গিয়েছিল গোয়েন্দা গিন্নি সিজেন ২ নিয়ে পর্দায় আসবেন তবে সেই কথাবার্তা আর এগোয়নি। তাহলে কি আর পর্দায় ফিরবেন না অভিনেত্রী। অবশেষে আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

এই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “মাঝের ক’টা বছরে অনেক চরিত্রের সুযোগ এসেছে। কিন্তু কোনওটাই করার মতো বলে আমার মনে হয়নি। বেশিরভাগ চরিত্রই প্রায় ‘শ্রীময়ী’-র ধাঁচের। তাই আমি না করে দিয়েছি। সত্যি বলতে ‘শ্রীময়ী’ যে জনপ্রিয়তা, ভালোবাসা পেয়েছে সেই মান রাখতে হলে আমায় তেমনই কোনও ভাল চরিত্রে কাজ করতে হবে।”

ইন্দ্রাণী আরও বলেন, “এখন খুব অল্প দিনেই শেষ হয়েছে ধারাবাহিকগুলো। আমাদের কাহিনি সম্প্রচারিত হয়েছিল প্রায় আড়াই বছর ধরে। এমনকী এখনকার কাহিনিও আমার খুব একটা পছন্দ হচ্ছে না। বহু বছর কাজ করছি। তেমন কাজ না হলে করতে চাই না। তার চেয়ে বরং বাইরে ঘুরতে যাব। লন্ডন, প্যারিস ঘুরে বেড়াব তা-ও ভাল।”