‘কর্ম জগতে বহুবার ধাক্কা খেয়েছি, বহু চরিত্র থেকে বাদ পড়েছি, কেঁদেছি’, নিজের কাজ নিয়ে মুখ খুললেন ঊর্মি

অভিনেত্রী অন্বেষা হাজরা

অভিনেত্রী অন্বেষা হাজরা টেলি দুনিয়ায় এক জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে আনন্দী ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে এই পথ যদি না শেষ হয়, চুন্নি পান্না ধারাবাহিকে অভিনয় করেছেন।

এই অভিনেত্রীর অভিনয় দক্ষতা সকলের কাছেই প্রশংসিত। তবে জানেন কি অভিনয় গুণ থাকলেও এক সময় কর্মজীবনে অনেক অপমানিত হতে হয়েছে তাকে। সেই প্রসঙ্গেই একবার এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন অন্বেষা।

অভিনেত্রী জানান, “কর্মজীবনে বহুবার ধাক্কা খেয়েছি। বহু চরিত্রে থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। কাজে ঢোকার পর তাকে বের করে দেওয়া হয়েছে। প্রচুর কেঁদেছেন অন্বেষা তবে মানসিক ভাবে ভেঙে পড়েনি। কারণ তার মধ্যে প্রবল জেদ ছিল ঘুরে দাঁড়ানোর। আর নিজের বিশ্বাসেই আজ দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অন্বেষা।