একসময় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পাপিয়া অধিকারী। যিনি শুধু বাংলা ছবি নয়, তামিল, ভোজপুরি ছবিতেও কাজ করেছেন। বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দায়ও কাজ করেছেন তিনি।
বিয়ের পর সংসার সামলে কাজ করে গেছেন চুটিয়ে। সন্তান জন্মের পরও কাজ থেকে বিরতি নেননি বরং কাজ চালিয়ে গেছেন। যার কারণে অনেক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাঁকে। সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে নিজের সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন।
এই পডকাস্ট চ্যানেলে অভিনেত্রী জানান, ‘আমি একটা খুব বাজে কাজ করতাম। যেহেতু কাজে সূত্রে বেশিরভাগ সময়টাই বাইরে কাটাতে হতো তাই ফিরে এসে অনেক কাজ অতিরিক্ত করে ফেলতাম। একই দিনে সিনেমার কাজ, একই দিনে ঘুরতে যাওয়া সব করে ফেলতাম যার ফলে আমার সন্তানরা ক্লান্ত হয়ে পড়ত। আমি ছেলে মেয়েদের সাথে এত খারাপ করেছি যে আমার ছেলেমেয়েরা আমাকে “হঠাৎ মা” বলে ডাকত। সেই ডাকের মাঝে ছিল অভিমান, ভালোবাসা, আর এক মায়ের অপরাধবোধ।”
অভিনেত্রী আরও বলেন, “যখন অনেকদিনের কাজের পর হঠাৎ বাড়ি আসতাম তখন বেশি বেশি রান্না করতাম, অনেক জামাকাপড় একসাথে কিনে দিতাম। আর ছোটবেলায় ওদের অনেক মিথ্যে কথা বলতাম, কালকে ফিরে আসবো বলে দশদিন বাদে ফিরতাম। তারপর এসে কান্নাকাটি সামলাতে হত।”
View this post on Instagram
সূত্রঃ https://binodonxp . com/entertainment/