‘এতদিন আমি চুপচাপ ছিলাম তারই জন্য…বললেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মীরা ওরফে তন্বী লাহা রায়

তন্বী লাহা রায়

অভিনেত্রী তন্বী লাহা রায় বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন নিজের অভিনয় সত্ত্বার মাধ্যমের। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি-বাংলার চর্চিত মেগা ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে।

ধারাবাহিকে ‘মীরা’ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। তাঁর চরিত্রে ধূসর শেড রয়েছে। তবে আচমকাই লাইভে এসে কি বললেন মীরা থুৃড়ি তন্বী। লাইভে এসে জানালেন তাঁর নাকি বয়ফ্রেন্ড রয়েছে আর তাঁর জন্যই এতদিন চুপ ছিলেন। আসল ব্যাপারটা কি?

তন্বী রাতে লাইভে এসে বলেন, “এত রাতে ভিডিও করার আমার একটাই কারণ। আমাকে একজন পাগলের মতো জ্বালাচ্ছে। সকাল থেকে বিরক্ত করছে। জ্বালাচ্ছে কারণ এইটা বলছে যে, সবাইকে জানাতে যে আমার বয়ফ্রেন্ড আছে। ভালো, সে কিন্তু ভুল কিছু বলছে না। হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে। এমনকি সে নিজেই বলছে এই ভিডিওটা করতে। আমি সিঙ্গেল নই। আমার যে বয়ফ্রেন্ড সে এখন বলছে সকলকে জানিয়ে দিতে যে আমার বয়ফ্রেন্ড আছে। সে আমার জীবনে আছে আর কি। তো অনেক হয়েছে লুকিয়ে রাখা। সে আমাকে চ্যালেঞ্জ করেছে যে আজকেই সকলকে জানিয়ে দিতে এবং আমার জানাতে কোনো সমস্যা নেই। এতদিন আমি চুপচাপ ছিলাম তারই জন্য। কারণ সে তার ব্যাপারে আমাকে কাউকে বলতে বারণ করেছিল।”

অভিনেত্রী আরও বলেন,  সে যদি চায় এই ভিডিওতে আসতে পারে, সে নিজের নামও জানাতে পারে, আমার কোনো সমস্যা নেই। আর সে যখন আমাকে চ্যালেঞ্জ করেছে আমার মনে হয় তার নামটা বলা উচিত। আমি জানি না এতদিন কিসের ভয়ে নাম লুকিয়ে ছিল। আমি তো বলে দিতে চেয়েছিলাম। যাই হোক আজকে সেই বলে দেওয়ার দিনটা এসেছে। তোমাদের সকলের সামনে বলব এবং এখন আমি তার সাথেই আছি। যদি তার মত থাকে আমি তাকে দেখাতে পারি। আমার বয়ফ্রেন্ডেরও আছে। আমি তাকে সত্যি খুব ভালোবাসি। দোষ ভুলে গিয়ে ভালোবাসি। কিন্তু আমার বয়ফ্রেন্ডের একটাই সমস্যা। সেই সমস্যাটা হল আমার বয়ফ্রেন্ডের দাঁত ভেঙে গেছে।”

তন্বী লাহা রায়

এরপরেই ক্যামেরা ঘুরিয়ে নিজের নিজের বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। তন্বীড় বয়ফ্রেন্ড আর কেউ নয় সে হল একটি বাচ্চা ছেলে। আসলে পুরো বিষয়টি অভিনেত্রী মজার ছলেই করেন।