‘আমি দুবার বিয়ে করেছি’, অবশেষে আসল সত্যি সামনে আনলেন ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা

সুদীপা চট্টোপাধ্যায়

‘রান্নাঘর’ খ্যাত সুদীপা চট্টোপাধ্যায় মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে আসেন। আচমকাই তিনি আবার লাইম লাইটে। তিনি নাকি একবার নয়। দুইবার বিয়ে করেছেন। তাও আবার বাবার কথাতেই। তাহলে কি অগ্নিদেব কি অভিনেত্রীর দ্বিতীয় স্বামী?

১৫ তম বিবাহবার্ষিকীতে সকলের সামনে সেই সত্যি তুলে ধরলেন সুদীপা। ফেসবুকে লম্বা স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে সুদীপা লেখেন, “আজ প্রথমবার সবার সাথে share করছি একটা কথা …অগ্নিদেব চট্টোপাধ্যায় – the man of the house, যার সাথে আমার পর পর দুবার বিয়ে হয়েছে ( বিশেষ একটি spritual কারণে),৫ বছর আগে আর ৫ বছর পরে । দিনটা একই- ৯ জুলাই । কিন্তু,এই একটি মানুষের সাথে বিগত ১৫ বছরে,এক একটা দিন কেটেছে,এক একটা যুগের মতো । করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা- এই একই মানুষকে যেন,প্রতি জন্মে আমি আমার স্বামী হিসেবে পাই । আমাকে আমার স্বামী আক্ষরিক অর্থে- ‘মানুষ’ করেছেন। কিভাবে কোথা বলতে হয়,কিভাবে সাজতে হয়,কোন অনুষ্ঠানে কি রং পড়তে হয়( দিনের অনুষ্ঠানে যে dark colour পড়তে নেই- সেটাও আমি জানতুম না), কিভাবে কাঁটা চামচে খেতে হয়,সব। সব। আমি যে চিত্রনাট্য লিখতে পারি- সেকথাও জেনেছি,ওনার থেকেই…আমি ছোটদের নিয়ে ভালো কাজ করতে পারবো,এটাও জানতাম না।জোর করে,আমাকে দিয়ে উনি পরিচালনা করলেন- ‘ববির বন্ধুরা’,( হইচই এ ছবিটা পারলে একবার দেখে নেবেন। হাসতে পারবেন কিছুক্ষণ..)। আজ তাই,ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে আমার জীবনে উপহার হিসেবে পাঠাবার জন্য। প্রতি জন্মে- তোমাকেই পাশে পেতে চাই।ইঁদুর,ছুঁচো,মাছ,পাখি,চামচিকে,মানুষ- যা হয়ে জন্মাই, অগ্নিদেভ,তোমাকেই পাশে চাই।”

আনন্দ বাজার অনলাইনকে এই প্রসঙ্গে সঞ্চালিকা জানান, “আমার মাঙ্গলিক দোষ ছিল শুনেছি। আর এ সব ক্ষেত্রে বিয়ের আগে যদি আরও এক বিয়ে করা যায় তা হলে সেই বাধা কেটে যায় শুনেছি। তাই এ দিনেই অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে হয়েছিল আমাদের। বাবা হয়তো আগে থেকে বুঝতে পেরেছিলেন তাঁর হাতে বেশি দিন সময় নেই।” বিবাহবার্ষিকীতে আদর করে স্বামীকে দু’বার বিয়ের কথা বলেছেন তিনি। সুদীপা সমাজমাধ্যমের পাতায় লেখেন, “এই একটি মানুষের সাথে বিগত ১৫ বছরে, এক একটা দিন কেটেছে, এক একটা যুগের মতো। করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা— এই একই মানুষকে যেন, প্রতি জন্মে আমি আমার স্বামী হিসেবে পাই। প্রতি জন্মে- তোমাকেই পাশে পেতে চাই। ইঁদুর, ছুঁচো, মাছ, পাখি, চামচিকে, মানুষ— যা হয়ে জন্মাই, অগ্নিদেব, তোমাকেই পাশে চাই।”