জি-বাংলার রান্নাঘর’-এর সঞ্চালিকা হিসাবেই টেলি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। বিনোদন দুনিয়ায় চেনা মুখ তিনি। ‘রান্নাঘর’ শো ছাড়ার পর ইউটিউব চ্যানেলে নিজের রান্নাঘর শো চালু করেন অভিনেত্রী। পাশাপাশি নিজস্ব ব্যবসা রয়েছে তার।
কর্মজীবনের পাশাপাশি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে বিয়ে করে সুখে সংসার। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। তবে আচমকাই সুদীপার একটি পোস্ট ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আচমকাই দুটো বিয়ের ছবি পোস্ট করে সুদীপা লেখেন, “আমার দুটো বিয়ে ‘। ব্যাপারটা কি?
আসলে নিজের বিয়ের দুটো ছবি শেয়ার করেন সুদীপা। সেই সময় অগ্নিদেব আর তার বয়স কম ছিল। সেই ছবি শেয়ার করে সঞ্চালিকা জানান, , ‘আপনাদের আজকে একটা গোপন কথা বলি। আমার দুটো বিয়ে। তবে দুবারই একই মানুষের সঙ্গে। আমাকে যতবার সুযোগ দেওয়া হবে, আমি তোমাকেই বিয়ে করব অগ্নিদেব। হাজার প্রিন্সেস চার্মিং থাকলেও, তোমাকেই বেছে নেব।” আসলে অগ্নিদেবের সাথে দুবার বিয়ে সেরেছিলেন তিনি।
View this post on Instagram

