বর্তমানে ছোটপর্দার TRP নিয়ে মাতামাতির শেষ নেই। TRP দিয়েই ধারাবাহিকের মান বিচার করা হয়। এর উপর নির্ভর করে থাকে ধারাবাহিকের সাফল্য। কিন্তু একজন দক্ষ অভিনেতার মাপকাঠি, সেটা কি TRP দিয়ে বিচার করা সম্ভব? এই প্রসঙ্গেই এবার মুখ খুলতে দেখা গেল ছোটপর্দার জনপ্রিয় ‘লক্ষ্মী কাকিমা’ অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে।
এক সাক্ষাৎকারে তার ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা’র TRP-র প্রসঙ্গে অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানান, “আমি ২৫ বছর ধরে অভিনয় করছি আর দেবশংকর হালদার সম্ভবত ৩৫ বছর ধরে অভিনয় করছে। আমাদের অভিনয়ের মূল্যায়ন নিশ্চই টিআরপি দিয়ে হবে না”।
অভিনেত্রী আরও জানান, “TRP-র উপর একটা চ্যানেলের অনেক কিছু নির্ভর করতে পারে। দর্শকের পছন্দ মতো ধারাবাহিকের গল্প পরিবর্তন করতে বাধ্য হন নির্মাতারা। আমাদের এই দর্শক ‘কুরুক্ষেত্র’, ‘এক আকাশের নীচে’, ‘গানের ওপারে’র মতো ধারাবাহিক দেখেছেন। আবার আজকালকার ধারাবাহিকও দেখছেন। সুতরাং ঠিক হতে পারে আবার তার ব্যতিক্রমও হতে পারে।