‘তোমার থেকে অনেক শেখা বাকি’, জিতুকে বললেন নতুন অপর্ণা ওরফে অভিনেত্রী শিরিন পাল

অভিনেত্রী শিরিন পাল

ছোটপর্দায় পা রেখেই চর্চায় উঠে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন নায়িকা শিরিন পাল। অভিনেতা জিতু কমলের সাথে তাঁর রসায়ন এখন দর্শকের প্রিয়।

অভিনেতা জিতু কমল এবং দিতিপ্রিয়ার ব্যক্তিগত ঝামেলার জেরে সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া। আর তাঁর জায়গা দখল করে নবাগতা অভিনেত্রী শিরিন পাল। দুটি সিরিজে কাজ করলেও ছোটপর্দায় তাঁর এই প্রথম কাজ।

প্রথমদিন থেকেই মেয়ের অভিনয় ভীষণ পছন্দ করছেন দর্শক। সম্প্রতি অভিনেতা জিতু কমলও তাঁর নতুন সহ-অভিনেত্রীর প্রশংসা জানিয়েছেন। জিতু সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সবারই একটা প্রথম দিন থাকে,
প্রত্যেকেরই একটা শুরু থাকে…সে নতুন অভিনেত্রী নয়, সে অনেক বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিণত থিয়েটার শিল্পী…ওকে আশীর্বাদ করো…সে অসাধারণ, বিশ্বাস করো…”।

শুধু জিতুই নয় সহ-অভিনেতার প্রশংসা জানিয়েছেন শিরিনও। জিতু পোস্টে কমেন্টে নতুন অপর্ণা লেখেন, “অশেষ ধন্যবাদ! সিনিয়রদের ভরসা জোর দেয়, দায়িত্ব বাড়ায়। তোমার থেকে অনেক শেখা বাকি।”

অভিনেত্রী শিরিন পাল