বাংলা সিরিয়ালের নায়ক-নায়িকার পাশাপাশি কিছু পার্শ্ব-জুটি থাকে যারা দর্শকের মন জিতে নেয় অল্প সময়ের মধ্যে। কখনো কখনো প্রধান জুটির জনপ্রিয়তা ছাপিয়ে যায় তারা। তেমনি এক জুটিকে দর্শক আপন করে নিয়েছিল। তারা হলেন গোপাল-রুক্মিণী।
জি-বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে গোপাল আর রুক্মিণীর জুটি দর্শকমহলে ভীষণ চর্চায়। কিন্তু আচমকাই গল্পে পার্ট শেষ করা হল গোপাল চরিত্রের। মৃত্যু দেখিয়ে গোপাল চরিত্র বাদ দেওয়া হল ধারাবাহিক থেকে যা মেনে নিতে পারছেন না দর্শকেরা। কেউ বলছেন টিআরপি জন্য এই ট্র্যাক। তবে কেন আচমকাই বাদ ধারাবাহিক থেকে পড়ল গোপাল? সেই নিয়েই এবার মুখ খুললেন দ্রোণ মুখোপাধ্যায়।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি নিজে থেকে চাননি এই ধারাবাহিক থেকে বিদায় নিত্তে। তার কোনও উপায় ছিল না তাই বাধ্য হয়েই ধারাবাহিক হাসিমুখে ছাড়তে হয়েছে।
অভিনেতা বলেন, “কোনো অভিনেতা নিজে থেকে একটি সফল ধারাবাহিক ছাড়তে চান না। কিন্তু ধারাবাহিকের গল্পের মোড় ঘোরানোর জন্য এবং কেন্দ্রীয় চরিত্রগুলোর জীবনের সংঘাত বা ট্র্যাজেডি ফুটিয়ে তোলার জন্য গোপাল চরিত্রটির বিদায় প্রয়োজন ছিল। তাই সকলের সাথে আলোচনা করে ঠান্ডা মাথায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপাল চরিত্রটি দর্শকদের কাছে খুব ভালোবাসার ছিল। গোপাল চরিত্রটিকে দর্শক যেভাবে আপন করে নিয়েছিলেন, তা আমার কাছে সারাজীবনের প্রাপ্তি। গোপাল ও রুক্মিণীর জুটিকে যে মানুষ এত পছন্দ করবেন, সেটা আমি শুরুতে ভাবেননি।একজন অভিনেতা হিসেবে আমি চেয়েছিলাম চরিত্রটি যেন মানুষের মনে দাগ কেটে বিদায় নেয়। তার মৃত্যুর দৃশ্যটি ধারাবাহিকের টিআরপি এবং গল্পের গভীরতা বাড়াতে সাহায্য করেছে, যা আমি পেশাদারিত্বের সাথেই গ্রহণ করেছেন। অভিনেতার পরিণীতা থেকে সরে আসাটা ছিল মূলত গল্পের প্রয়োজনে। তাই হাসিমুখেই এই বিদায় মেনে নিয়েছি।”
সূত্রঃ https://binodonxp . com/entertainment/serial/dron-revealed-the-real-reason-for-leaving-the-parineeta-serial-36282

