‘গায়ের রং কালো বলে খোঁটা শুনতে হত…’, মুখ খুললেন ‘চিরসখা’র বর্ষা ওরফে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী

অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী

অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী, এই মুহূর্তে দর্শক তাকে নিয়মিত দেখছেন ‘চিরসখা’ ধারাবাহিকে। খলচরিত্রে অভিনয় করছেন তিনি। বর্ষা চরিত্রে দারুণ জনপ্রিয়তা পাচ্ছেন অভিনেত্রী। তবে বর্তমানে খলচরিত্রে অভিনয় করলেও তার ক্যারিয়ার শুরু হয়েছিল নায়িকা চরিত্রের হাত। উমা ধারাবাহিকের হাত ধরেই বাংলা টেলিভিশনে পা রেখেছিলেন শিঞ্জিনী।

নায়িকা চরিত্র ছেড়ে খলচরিত্র নিয়ে শিঞ্জনী বলেন, ‘নায়িকা হতে আসিনি তো! ভাল অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা না কি খলনায়িকা— দেখি না।’

বর্তমানে ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিলেও একসময় গায়ের রং নিয়ে জুটেছে কটাক্ষ। অভিনেত্রী জানান, তার গায়ের রং তার কাছে অলঙ্কার। আনন্দবাজার অনলাইনের কাছে একসময় শিঞ্জিনী জানিয়েছিলেন ‘একটা সময় আমার গায়ের রং নিয়ে বিস্তর খোঁটা দিয়েছেন লোকে। কোনও দিন গায়ে মাখিনি। কারণ, গায়ের রং তো আমার হাতে নেই। আত্মরতিতে অনেকটা সময় খরচ করে ফেলেন। তাই নিয়ে মনে কোনও দ্বিধা নেই তাঁর। নিজের শরীর, নিজের গায়ের রং— যা নিয়ে তিনি জন্মেছেন সেটা নিয়েই ভীষণ খুশি। নিজেকে খুব ভালবাসেন।’
অভিনেত্রী আরও বলেন, ” আমি তখন মডেলিংয়ের দুনিয়ায় সবে পা রেখেছি। ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হত। প্রথম দিনই জানিয়েছিলাম, আমার গায়ের যা রং সেটা রেখেই কাজ করব। আমি ‘ডাস্কি’। তাতেই বেশি সুন্দরী। গায়ের রং নিয়ে তাই গর্ব করি।’”