
টলিপাড়ায় চারিদিকে বিচ্ছেদের খবর! কারো তিন বছরের সম্পর্ক ভাঙছে তো আবার কারো বহু বছরের। তবে কিছু এমন তারকা দম্পতি রয়েছে তারা আজও একে অপরের হাত দুটো শক্ত করে ধরে রেখেছেন। তাদের মধ্যে একজন হলেন রাজা আর মধুবনি।
ভালোবাসা ডট কম ধারাবাহিকে ওম আর তোড়ার ভূমিকায় প্রেম করতে করতে এক অপরকে মন দিয়ে ফেলেন রাজা গোস্বামী আর মধুবনী গোস্বামী। এরপর একসাথে বিয়ে করে সুখে সংসার করছেন। বর্তমানে তাদের একটি পুত্র সন্তানও রয়েছেন। তাদের জীবনেও উত্থান পতন এসেছে। তবে ভালোবেসে কিভাবে একে অপরকে আগলে রাখতে হয় সেটা তারা জানেন।
দাম্পত্য জীবনের প্রায় ৯ বছর কাটিয়ে ফেলেন রাজা আর মধুবনী। সেই স্মৃতি চারণ করেই একের পর এক ডিভোর্সের খবরের মাঝে স্ত্রী মধুবনীকে নিয়ে একটু লম্বা পোস্ট লিখলেন রাজা।
নিজেদের ভাত কাপড়ের ছবি শেয়ার করে রাজা লেখেন, বিয়ের সময় বলতে হয় “আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বিয়ের ৯ বছর পর বুঝতে পারছি দায়িত্বটা শুধু ভাত কাপড়ের নয় তার থেকে অনেক বেশি অনেক গভীরের, একে অপরের মন বোঝার দায়িত্ব, শরীর খারাপ হলে পাশে থাকার দায়িত্ব, মন খারাপ হলে মন ভালো করার দায়িত্ব, তবে আজকে কোনটাই সেই অর্থে দায়িত্ব বলে মনে হয় না কারণ কাউকে ভালোবাসলে সেটাকে আর শুধুই দায়িত্ব থাকে না…এটাকেই বোধহয় ভালোবাসা বলে ❤️”।