অভিনেত্রী দেবাদৃতা বসু ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিকে ভিলেন নীলু চরিত্রে অভিনয় করছেন। এর আগে একাধিক ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।
এই প্রথমবার তাকে পর্দায় ভিলেন চরিত্রে দেখা যাচ্ছে। নায়িকা থেকে আচমকাই ভিলেন চরিত্রে নিয়ে প্রশ্ন করায় আজকাল ডট ইনকে অভিনেত্রী জানান, নীলুর চরিত্রটা তার কাছে মুখ্য চরিত্রের মতোই মনে হয়েছে। এছাড়াও দায়িত্ব থাকে নিজের অভিনয় প্রতিভা দর্শককে বোঝানোর। সেই কারণেই বিভিন্ন চরিত্রে কাজ করা উচিত। পরে আবার নায়িকার চরিত্রেও কাজ করবেন তিনি।
নায়িকা হোক বা ভিলেন নিজের অভিনয় গুণে দর্শকদের মুগ্ধ করেছেন দেবাদৃতা। ছোটপর্দার অনেক অভিনেত্রীরা এখন বড়পর্দায়। দেবাদৃতা কি পরবর্তীকালে এমন কাজ করতে চলেছেন।
পরবর্তী কাজের প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘সিরিজ বা ছবির অফার পেয়েছি, কিন্তু ভাগ্য খারাপ। কনট্রাক্টে ছিলাম।করতে পারিনি। সিরিজে কাজ করার প্ল্যান আছে।’
সুত্রঃ aajkaal . in