বর্তমানে বেঙ্গল টপার ‘আজকের নায়ক পরশুরাম’। ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। তৃণা অভিনীত ধারাবাহিক যে এই প্রথম শীর্ষস্থানে তা কিন্তু নয়, এর আগে খড়কুটো ধারাবাহিকেও পর্দায় ঝড় তুলেছিলেন তৃণা।
খড়কুটো ধারাবাহিকের পরেই তৃণার জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে যায়। একের পর এক বড়পর্দা, ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে আজকাল তাকে সেভাবে দেখা যায় না বড়পর্দায়।
এই প্রসঙ্গে টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে তৃণা স্পষ্ট জবাব দেন বাংলা ছবিতে তিনি ডাক কম পাচ্ছেন তুলনায় তবে তার কোনও আফসোস নেই অথবা ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক খারাপ হওয়ার ব্যাপার নেই।