বাংলা টেলিভিশনের একজন অতি জনপ্রিয় মুখ অভিনেত্রী অন্বেষা হাজরা। যিনি এই মুহূর্তে আনন্দী’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন। এর আগেও একাধিক ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। নিজের অভিনয় গুণ এবং সদ ব্যবহারের জন্য দর্শকের কাছে ভীষণ প্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন।
তবে আচমকাই যিশু প্রাক্তন পত্নী নীলাঞ্জনা শর্মার হাত ধরে নিজের করা ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন অন্বেষা। কিন্তু কেন? কি এমন ভুল করেছিলেন অভিনেত্রী?
চলুন ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। আসলে পুরো ব্যাপারটা ঘটেছে অন্বেষার ছোটবেলার। সেই স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
শ্রী গণেশের আরতি করা একটি নিজের ছবি পোস্ট করে অন্বেষা লেখেন, “আমার প্রথম গণেশ আরতি ❤️ আমি তখন ক্লাস ফোরে পড়ি গণেশ ঠাকুরের ওপর রেগে গিয়ে ওনার ছবি টা কুচি কুচি করে ছিড়ে ফেলেছিলাম….. তখন বুঝিনি… কিন্তু পরে বুঝেছিলাম যা হয়েছে ভালোর জন্যই হয়েছে….. ওই ইনসিডেন্টটার পর থেকে আমার গণেশ ঠাকুরের সামনে দাঁড়াতে খুব লজ্জা লাগে….তখন আমার ৯ বছর বয়স ছিলো এখন ২৯ ….. আমি জীবনে প্রথম গণেশ আরতি করলাম…. থ্যাংক ইউ নীলাঞ্জনা শর্মা ম্যাম ….. আপনি না থাকলে, আপনি না ডাকলে এই সুযোগ আমি পেতাম না। ম্যামের বাড়ির পুজো।”
View this post on Instagram
সম্প্রতি নীলাঞ্জনার বাড়ির পুজো আমন্ত্রিতর ছিল ছোট পর্দার আনন্দী। আর তার হাত ধরে তার বাড়ির পুজোতেই নিজের ছেলেবেলা করা ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী।