“মন খারাপ থেকে গেল ওর জন্য…ভেবেছিলাম গোপাল চরিত্রটি…” দ্রোণের জন্য আক্ষেপ অভিনেতা সুব্রত গুহ রায়ের

দ্রোণ মুখোপাধ্যায়

জি-বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে পরাগের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। পরাগ চরিত্রটি নেতিবাচক হলেও অভিনেতার কেরিয়ারে এনেছিল ব্যাপক সফলতা। সময়ের সাথে সেই নেতিবাচক ইমেজ ভেঙে বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে গোপাল চরিত্রটিও হয়ে উঠেছে দর্শকদের প্রিয় চরিত্রগুলির মধ্যে অন্যতম।

আর এই গোপাল চরিত্রের জন্যই ‘টিভি নাইন বাংলা ঘরের বায়স্কোপ’ অ্যাওয়ার্ডে ‘সেরা পুরুষ পার্শ্বচরিত্র’ বিভাগে মনোনীত হয়েছিলেন দ্রোণ। তবে মনোনয়ন পাওয়াটাই ছিল তার অভিনয়ের স্বীকৃতি। শেষঅবধি সেই পুরষ্কার হাতে ওঠেনি দ্রোনের।

কিছু দর্শকের কাছে গোপাল এমন একটি চরিত্র যাকে না দেখলে পরিণীতা’র পর্ব গুলো অসম্পূর্ণ মনে হয়। দুর্দান্ত অভিনয় সত্বেও দ্রোনের পুরষ্কার না পাওয়ার হতাশা তাই রয়েই গেল অনুরাগীদের মনে।

সম্প্রতি ধারাবাহিকের দাদু ওরফে সুব্রত গুহ রায় দ্রোণের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “এত আনন্দের মাঝেও মন খারাপ থেকে গেলো দ্রোন এর জন্য…ওর গোপাল আমার দেখা অন্যতম সেরা অভিনীত চরিত্র…আপনারাও গোপাল কে অসম্ভব ভালোবেসেছেন…ওকে বারবার দেখতে চেয়েছেন…ভেবেছিলাম পুরস্কারটা ওই পাবে…কিন্তু প্রত্যেক না পাওয়া আমাদের মত অভিনেতা কে আরো শক্তিশালী করে…আমার বিশ্বাস দ্রোনও আর শক্তিশালী হয়ে ফিরবে যাতে সামনের বছর এই ছবিটার সাথে একটা পুরস্কারের ছবিও থাকে…”।

Previous articleবাংলা উৎসব রচনা ছাত্রছাত্রীদের জন্য সহজ ভাষায়
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।