দীর্ঘ বেশ কয়েকবছর ধরেই টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অন্বেষা হাজরা। কাজল লতা, এই পথ যদি না শেষ হয়, সন্ধ্যা তারার মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন অন্বেষা। এই মুহূর্তে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে।
অভিনয় জগতে পা রাখতেই দর্শকের পছন্দের হয়ে ওঠে অন্বেষা। তবে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, সেইসাথে প্রচুর রিজেকশনও সহ্য করতে হয়েছে তাকে। পর্দায় একজন সফল অভিনেত্রী হওয়ার জার্নিটা অতটাও সহজ ছিল না তার কাছে।
এই প্রসঙ্গে অন্বেষা নিজেই কোন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘রিজেকশন আমাকেও অনেক সহ্য করতে হয়েছে, আমি এমন কে যে একবার দেখাতেই আমাকে কেউ পছন্দ করে কাজের সুযোগ দেবে। আমার তো কাজের শুরুটাই হয়েছিল রিজেকশন দিয়ে। কষ্ট হত, অনেক কেঁদেছি। তাই বলে সেটা ভেবে বসে থাকি নি।’
অন্বেষা আরও বলেন, ‘আমি কখনও ভাবি না আমাকে কেউ কেন নিলো না কিংবা কেন বাদ দিয়ে দিলো। আমি ভাবি আমার মধ্যে নিশ্চয়ই কোন খামতি ছিল যার কারণে আমাকে বাদ দেওয়া হল। পরবর্তীতে যাতে সেই ভুলটা যাতে না হয় সেটা ভেবে মন দিয়ে কাজটা করার চেষ্টা করি।’