
অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী, টেলিভিশনের পর্দায় যথেষ্ট পরিচিতি রয়েছে তার। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে প্রথম থেকেই একজন আত্মবিশ্বাসী ও প্রতিবাদী মেয়ে ‘বিপাশা’র চরিত্রে নজর কেড়েছেন স্নেহা। তাকে শেষবারের মত দেখা গেছে ‘পূবের ময়না’ ধারাবাহিকে।
বেশ অনেক দিন পরে অভিনেত্রীকে আবার দেখা যাচ্ছে ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’ তে বাল্যবিধবার চরিত্রে। সম্প্রতি অভিনেত্রীর নতুন চরিত্র নিয়ে মুখ খুললেন আনন্দবাজার ডট কম এর কাছে।
স্নেহা বলেন, ‘জানি, বছর দুয়েক পরে মায়ের চরিত্রেই অভিনয় করতে হবে। তা বলে এখনই? ছোট ছেলের মা হলেও কথা ছিল। অনেক বড় বড় ছেলের মায়ের চরিত্র দিচ্ছে। এই ধরনের চরিত্রে এখনই কী করে অভিনয় করি?’
আচমকা বাল্যবিধবার চরিত্রে অভিনয় করতে কেন রাজি হলেন স্নেহা? অভিনেত্রী বলেন, ‘পিরিয়ড ড্রামায় আমি সে ভাবে কাজ করিনি। ‘সুবর্ণলতা’-ই শেষ, যেখানে এ রকম ছোঁয়া ছিল। তবে এটা আদ্যোপান্ত পিরিয়ড ড্রামা। বাঙাল ভাষায় কথা বলতে হবে। আমার এখানে অনেক কিছু দেওয়ার আছে। তাই রাজি হয়েছি।’
স্নেহা আরও বলেন, ‘ছেলে বড় হচ্ছে। ছোট পর্দায় কাজ করলে অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া যায়। কিন্তু তা বলে এমন ভাবে কাজ করতে চাই না যেখানে সন্তান এবং পরিবারের জন্য আমার কোনও সময়ই থাকবে না।’
ধারাবাহিকের পাশাপাশি তাকে বড় পর্দা এবং ওয়েব সিরিজেও দেখেছেন দর্শক। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘গৃহপ্রবেশ’ ছবিটি।