‘সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের এক্সপ্রেশন অভিনয় কিছুই ঠিক নেই, তাই জন্য আমি সিরিয়ালে কাজ করতে চাই না’, বিস্ফোরক বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা’র

অভিনেত্রী অনামিকা সাহা

বাংলা ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেত্রী অনামিকা সাহা। একসময় বাংলা সিনেমার জাঁদরেল ভিলেন হিসাবে চিনতেন দর্শক তাকে। এমনকি তাকে দেখে ভয়ে কাঁপতেন বাচ্চারাও।

সিনেমার পাশাপাশি তিনি সিরিয়ালেও কাজ করেছেন। প্রায় ৪৫ বছর এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে কাজের প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী আজকাল ডট ইনকে জানায়, ‘আজও বড়দের তেমনভাবে সম্মান করা হয় না, ধারাবাহিকে বিশেষ করে এই প্রবণতা দেখা যায়। নিজেরা নিজেদেরকে মনে করেন আমিই সব। অথচ তাদের এক্সপ্রেশন অভিনয় কিছুই ঠিক নেই, তাই জন্য আমি আর ধারাবাহিকে কাজ করতে চাই না। আমাদের সময় এরকম ছিল না, বড়দের থেকে শিখেছি, বন্ধুর মত একসঙ্গে খাওয়া দাওয়া আড্ডা সব কিছু হত, কিন্তু এখন আর সেইসব কিছুই নেই।’

তবে অভিনেত্রী জানিয়েছেন নতুন প্রজন্মের সবাই সমান নয়। এই মুহূর্তে তিনি ছোটপর্দায় ফিরতে চান না। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ কাজের সুযোগ পেয়ে তিনি ভীষণ খুশি।