স্বাগতা মুখার্জী, যিনি বাংলা টেলিভিশনে অন্যতম জনপ্রিয় খলনায়িকা হিসেবে পরিচিত। প্রতিবারই খলনায়িকার চরিত্রে অভিনেত্রীকে নতুন রূপে পেয়েছে তার অনুরাগীরা। ‘বিক্রম ও বেতাল’ ধারাবাহিকে ‘কালরুদ্রাণী’র চরিত্রে অভিনয় করছেন স্বাগতা। খলনায়িকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।
এখানেই শেষ নয়, স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত ‘সর্বজয়া’তেও অভিনয় করেছেন স্বাগতা। তবে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন অভিনেত্রী। একটা সময় মুখে অনেক দাগ থাকার ফলে বহু কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। তবে কটাক্ষকে তোয়াক্কা না করেই নিজের পরিচয় তৈরি করতে মনযোগী হন। এতকিছুর প্রেও অভিনেত্রীকে সবসময় হাসিখুশি ও পজিটিভ থাকতে দেখা যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকার অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তাকে হাসিখুশি দেখা গেলেও কখনো দুঃখ হলে কি করেন অভিনেত্রী? অভিনেত্রী বলেন, ‘আমি জানি যখন দুঃখ হয় বাজারে তখন চোখের জল বেশি বিক্রি হয়। আমার সেটা ইচ্ছে নয় যে আমি চোখের জল বিক্রি করব। চোখে জল সবার আসে, সেটা মুছিয়ে দেওয়ার মত কেউ থাকলে ভালো কিন্তু সেটা পাবলিসিটি করো না। আমি দুঃখটাকে এতটা গুরুত্ব দি না, কারণ গুরুত্ব দিলেই মাথায় চেপে বসবে। তাই চেষ্টা করি কাটানোর।’